More

Social Media

Light
Dark

রেকর্ডের আরেক চূড়ায় জিম্বাবুয়ে

নিজেদের হারানো দিনের সোনালি সময় ফেরানোর আভাস দিচ্ছে জিম্বাবুয়ে। আর এরই ধারাবাহিকতায় এবার নিজেদের মাঠে তাঁরা জিতে গেল রীতিমত রেকর্ড গড়ে।

অধিনায়ক শন উইলিয়ামসের ১৭৪ রানের সুবাদে ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে অভাবনীয় এক কীর্তি গড়েছে জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে ব্যবধানে জয় জিম্বাবুয়ের। আর বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় এটি।

ads

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। দলীয় ৫৬ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩২ রান করে ফিরেন ইনোসেন্ট কাইয়া।

দ্বিতীয় উইকেটে ১৩১ বলে ১৬০ রানের জুুটি গড়েন উইকেটরক্ষক জয়লর্ড গাম্বি ও উইলিয়ামস। গাম্বি ৭৮ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামস।

সেঞ্চুরির পর ইনিংসের ৪৯তম ওভারে আউট হবার আগে ক্যারিয়ার সেরা ১৭৪ রান করেন উইলিয়ামস। ১০১ বল খেলে ২১টি চার ও ৫টি ছক্কা মারেন জিম্বাবুয়ের দলপতি। এছাড়া সিকান্দার রাজা ২৭ বলে ৪৮ ও রায়ান বার্ল ১৬ বলে ৪৭ রান করেন।

৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবুয়ে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় রান জিম্বাবুয়ের। জবাবে জিম্বাবুয়ের বোলারদের সামনে লড়াই করতে পারেনি যুক্তরাষ্ট্র। ২৫ দশমিক ১ ওভারে ১০৪ রানে অলআউট হয় তাঁরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অভিষেক পারাদকার। জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা-রাজা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন যথারীতি উইলিয়ামস। গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে খেলবে জিম্বাবুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link