More

Social Media

Light
Dark

কবে জানা যাবে ভারতের নতুন কোচের নাম?

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষনা আগেই দিয়ে রেখেছিলেন রাহুল দ্রাবিড়। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরও নতুন কোচের ঘোষনা আসেনি বিসিসিআই এর পক্ষ থেকে। জিম্বাবুয়ে সফরে তাই ভারপ্রাপ্ত কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণকে দেওয়া হয়েছে দায়িত্ব।

তবে শ্রীলঙ্কা সিরিজেই ভারত তাঁদের নতুন কোচের সাথে প্রথম সফর করবে জানিয়েছেন বিসিসিআই প্রধান জয় শাহ। তবে কে হবে ভারতের পরবর্তী কোচ এই সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। যদিও ধারণা করা হচ্ছে সাবেক ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীরকেই এই পদে নিযুক্ত দেওয়া হবে।

একটি তথ্য হতে জানা যায় যে সম্প্রতি কোলকাতা নাইট রাইডার্সকে বিদায়ের জন্য ইডেন গার্ডেনে ভিডিও শুট করা হয়েছে গম্ভীরের। কলকাতাকে আইপিএল জিতিয়েই বিদায় নেওয়া অনেকটাই নিশ্চিত করে গাম্ভীরের ভারতীয় কোচ হওয়ার।

ads

তবে বোর্ডের বিশেষ সূত্র হতে জানা যায় ভারতের কোচ হতে বিসিসিআইকে বেশ কিছু শর্ত দিয়েছিলেন গম্ভীর। যার মধ্যে অন্যতম হল সহকারী কোচ হিসেবে নিজের পছন্দ মতো বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং কোচ নির্বাচন করবেন তিনি। বর্তমানে ভারতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোর, বোলিং কোচ হিসেবে পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপ নিযুক্ত আছেন।

ভারতীয় কোচ হিসেবে আসার পর দলের প্রথম বড় টুর্নামেন্ট হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। বছরের শুরুর দিকেই এবারের আসর অনুষ্ঠিত হওয়ায় দল গুছিয়ে নেওয়ার জন্য খুব একটা সময় পাবেন না নতুন কোচ। অধিনায়ক রোহিত শর্মার উদ্বোধনী সঙ্গী হিসেবে শুভমান গিলকেই প্রথম পছন্দ ছিল রাহুল দ্রাবিড়ের। তবে বিকল্প হিসেবে ভারতের বেঞ্চে রয়েছেন একাধিক খেলোয়াড়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁদের স্থলাভিষিক্ত কে হবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বিসিসিআই। অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত দেওয়া হবে তা সম্ভবত নতুন কোচের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিবে তাঁরা।

কোচ হিসেবে বেশ শান্ত মেজাজের ছিলেন রাহুল দ্রাবিড়। তবে গম্ভীর একেবারেই তাঁর বিপরীত ধর্মের মানুষ। দলে মধ্যে তিনিই প্রধান ভূমিকা পালন করে থাকেন। তাই কোচ হিসেবে তিনি ভারতীয় দলে যোগদান করলে সিনিয়র দুই খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হয় তাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link