More

Social Media

Light
Dark

মুস্তাফিজ বনাম রাসেল – দুই সেরার অনন্য দ্বৈরথ

ডেথ ওভার স্পেশালিষ্ট হিসেবে বিশ্বব্যাপি সুনাম রয়েছে মুস্তাফিজুর রহমানের, অন্যদিকে সেরা ফিনিশারের তালিকায় আন্দ্রে রাসেলকে উপরের দিকেই রাখবেন যে কেউ।

অর্থাৎ, ডেথে দুই বিভাগে দুজনেই সেরা; কিন্তু যখন দুই সেরা মুখোমুখি হন একে অপরের তখন ব্যক্তিগত জয় কে পান, সেই উত্তর পরিসংখ্যানের পাতা থেকেই খুঁজে নেয়া যাক।

আইপিএল, পিএসএল, বিপিএলের সুবাদে অনেকবারই দেখা হয়েছে রাসেল আর মুস্তাফিজের। ফ্রাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত উইন্ডিজ তারকার বিপক্ষে ৩৭টি বল করেছেন টাইগার পেসার।

ads

এসময় স্রেফ ৪৪ রান হজম করেছেন তিনি এবং আউট করেছেন একবার। যদিও কলকাতার বিপক্ষে মহেন্দ্র সিং ধোনির বিশ্বস্ত গ্লাভস বেঈমানী না করলে আরো একবার এই অলরাউন্ডারকে প্যাভিলিয়নে পাঠাতে পারতেন।

এর মধ্যে কাটার মাস্টার আইপিএলে রাসেলকে বল করেছেন ১৭টি, রান দিয়েছেন কেবল ১৯। অর্থাৎ যে ব্যাটার শেষদিকে এসে বোলারদের অনায়াসে বাউন্ডারি ছাড়া করেন তিনি মাত্র ১১১ স্ট্রাইক রেটে রান করতে পেরেছেন ফিজের বিপক্ষে।

এই বিধ্বংসী হার্ডহিটার একবার আউট হয়েছিল তাঁর বলে, সেটা নিয়ে অবশ্য আলাদা করে বলার দরকার নেই বোধহয়, দুর্ধর্ষ ইয়র্কারটি এখনো ভোলেনি কোন ক্রিকেটভক্ত।

বিপিএলে এখন দুই ক্রিকেটারই খেলেন একই দলে; তবে আগে একাধিকবার মুখোমুখি হয়েছিলেন তাঁরা। সেসময় ১৩ বল করে ১২ রান হজম করেছেন মুস্তাফিজ, রাসেলের স্ট্রাইক রেট ১০০ এর নিচে!

আন্তর্জাতিক পর্যায়ে অবশ্য আন্দ্রে রাসেলের রেকর্ড তুলনামূলক ভাল। এখন পর্যন্ত মুস্তাফিজের ১৮টি বল খেলেছেন তিনি, করেছেন ৩৮ রান। যদিও গুরুত্বপূর্ণ সময়ে দুই দুইবার আউটও হয়েছেন তিনি; যার কারণে সেই সব ম্যাচ হারতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।

তবু বলা যায়, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দ্য ফিজ অনেকটা এগিয়ে থাকলেও দেশের জার্সিতে অল্প ব্যবধানে এগিয়ে আছেন ‘ড্রে রাস’। দুর্দান্ত দুই ক্রিকেটারের এমন সমানে সমানে লড়াই নি:সন্দেহে বাড়তি উন্মাদনা দেয় দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link