More

Social Media

Light
Dark

পুরাতন ঝাঁঝের নতুন শুরু

চার বছর বাদে তিনি ফিরলেন জাতীয় দলের জার্সি গায়ে। ফিরে এসেই নিজের চিরায়ত রুপে রাওয়ালপিন্ড-তে মোহাম্মদ আমির। উইকেট শিকারের নেশায় যেন এক ছটাক ভাটা পড়েনি। ঠিক সেই কৈশরের কার্যকর আমিরই যেন এখনও রয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগে নতুন বলে কারিকুরি দেখিয়ে আবারও আলোচনায় আসেন আমির। সেই ধারা অব্যাহত রেখেছেন জাতীয় দলের প্রত্যাবর্তনেও।

অভিমান থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। এরপর কেটে গেছে চার-চারটি বছর। দলের বাইরে থেকে বেশ সরব ছিলেন তিনি সমালোচনার জগতে। সবাই ধরেই নিয়েছিল তিনি আর ফিরবেন না। তবে সেই রুঢ় দেয়ালকে ভেঙে তিনি গায়ে চাপালেন সবুজ রঙা জার্সি।

এরপর প্রত্যাবর্তনে উইকেট নেবেন না তা কি আর হয়! যদিও তার প্রত্যাবর্তনের ম্যাচটি গিয়েছিল বৃষ্টির জলে ভেসে। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ম্যাচটিতে এক ওভারও করবার সুযোগ পাননি তিনি। কার্যত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল তার ফেরার ম্যাচ।

ads

অপেক্ষাকৃত খর্বশক্তির নিউজিল্যান্ড দল পাকিস্তানে পা রেখেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সেই দলের বিপক্ষে পাকিস্তানের ছিল পূর্ণ শক্তির দলই। দুই দলের শক্তিমত্তার পার্থক্য মাঠে গড়ানো ম্যাচেই ছিল স্পষ্ট। আমির, শাহিন শাহ আফ্রিদিরা চেপে ধরেন ব্ল্যাকক্যাপস ব্যাটারদের, ইনিংসের একেবারে শুরু থেকেই।

সফরকারীদের ব্যাটিং অর্ডারে প্রথম আঘাত অবশ্য করেছিলেন শাহিন আফ্রিদি। অভিজ্ঞ টিম সেইফার্টকে ফিরিয়েছিলেন তিনি। এরপরই উইকেট শিকারের দৃশ্যপটে হাজির হন মোহাম্মদ আমির। টিম রবিনসনকে করেন ব্যাক অব লেন্থের বল। ব্যাটের একেবারে নিচের ভাগে লেগে তা জমা হয় ইফতেখার আহমেদের হাতে।

এরপরের উইকেটটিও আদায় করে নেন আমির। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ডিন ফক্সক্রফটের উইকেট তুলে নেন আমির। ওই বিপর্যয় আর পরবর্তীতে কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড। আমিরদের শুরুর আঘাতে নুইয়ে পড়ে ব্ল্যাক্যাপসদের ব্যাটিং দূর্গ।

ফক্সক্রফটের উইকেট পাওয়ার পর অবশ্য লম্বা সময় বাইশ গজের সামনে আসেননি মোহাম্মদ আমির। ইনিংসের ১৭ তম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক বাবর আজম। সেই ওভারেই নিজের গতির তারতম্য ঘটিয়ে অভিজ্ঞতার পরিচয় দেন মোহাম্মদ আমির। খরচ করেন মাত্র ৫ রান।

তিন ওভার হাত ঘুরিয়েছেন মোহাম্মদ আমির। তার ওভারগুলোতে স্রেফ ১৩ রানই নিতে সক্ষম হন নিউজিল্যান্ডের ব্যাটাররা। মাত্র ৪.৩৩ ইকোনমি রেটে দুইটি উইকেট শিকার করেন। তৃতীয় শুরুটা গোছানো হয়েছে মোহাম্মদ আমিরের। এখন স্রেফ দেখবার পালা এই যাত্রার সময়কাল কতটুকু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link