More

Social Media

Light
Dark

আরেক পশলা পান্ত-কার্তিক বিতর্ক

আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। বিশ্বকাপের ম্যাচ তো বটেই সাথে পাকিস্তানের বিপক্ষে মর্যাদার লড়াই দলটা তো পরিপূর্ণ হতেই হবে। সামান্য উনিশ/বিশ হলে যে রক্ষা নেই, কোটি মানুষের সমালোচনার তীর ধেয়ে আসবে যা কিনা বিশ্বসেরার আসরের শুরুতেই কোনো দলের মনোবল ভেঙে চুরমার করে দিতে যথেষ্ট।

অবশ্য ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা হয়েই গিয়েছে ভারতীয় দলের। পাকিস্তানের বিপক্ষে হারের পর আর ঘুরে দাঁড়াতে না পারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিলো আকাশি নীল জার্সিধারীদের। এবার তাই দল নিতে আঁটসাঁটও বিরাট কোহলি-রোহিত শর্মারা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং লাইনে কে কে থাকবে মোটামুটি নিশ্চিত হলেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দ্বন্দ্বে আছেন দুই উইকেটরক্ষক ব্যাটাার ঋষাভ প‍ান্ত আর দীনেশ কার্তিককে নিয়ে। দুই ব্যাটারের মধ্যে ঋষাভ প‍ান্ত এতদিন ম্যানেজমেন্টের অটোচয়েজ হলেও বিগত ম্যাচ গুলোতে তার পারফরম্যান্স হতাশাজনক। আরেক ব্যাটার দীনেশ কার্তিক আইপিএলে নিজের ক্যারিয়ারকে পুনর্জন্ম দিতে জাতীয় দলে সুযোগ পেলেও ধারাবাহিক ছিলেন খুব কম ম্যাচেই।

ads

টিম ম্যানেজমেন্ট এর দৃষ্টিতে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে দীনেশ কার্তিক এগিয়ে থাকলেও সাবেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না ভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় ঋষাভ এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে জানে অস্ট্রেলিয়ার মাটিতে কিভাবে রান করতে হয়।অস্ট্রেলিয়ার বিপক্ষে সে টেস্টে রান করেছে, গ্যাবায় ম্যাচ জেতানো শতরানের ইনিংস আছে তার। ম্যানেজমেন্ট এর উচিত অবশ্যই তাকে দলে সুযোগ দেওয়া।’

ভারতীয় দলে ডানহাতি বাঁ-হাতি কম্বিনেশন নিয়ে রায়না বলেন, ‘এই দলে শুরুর পাঁচ ব্যাটারের মধ্যে বাঁ-হাতি কেউ নেই।এই ক্ষেত্রে ঋষভ দারুন ভূমিকা রাখতে পারে। ডানহাতি বাঁ-হাতি কম্বিনেশন অস্ট্রেলিয়ার বড় মাঠে বিপক্ষ বোলারদের ছন্দপতনে দারুন ভূমিকা রাখবে। আমাদের খেলার সময়ে দলে আমি, যুবরাজ সিং ও গৌতম গম্ভীরের মত বাঁ-হাতি ব্যাটাররা দলের জয়ে দারুন ভূমিকা রেখেছিলাম।’  

দীনেশ কার্তিকের বিপরীতে ঋষাভ পান্তকে দলে চাইলেও কার্তিকের প্রতি বিমাতাসুলভ আচরণে নারাজ রায়না।তিনি বলেন, ‘আমি বলছি না দীনেশ কার্তিককে দলে না নিয়ে ঋষাভ প‍ান্তকে নিতে। আমি শুধু এটাই জানাতে চাই ম্যাচে যেই খেলুক সে যেন যথেষ্ট দায়িত্ব নিয়ে দলকে ম্যাচ জেতাতে সাহায্য করে।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link