More

Social Media

Light
Dark

হাকিমির সঙ্গী, স্পেনের সেনসেশন: কে এই হিবা আবুক?

এবারের বিশ্বকাপে মরক্কো রুপকথায় মোহিত হন নি কিংবা মুগ্ধতায় ডোবেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। মরক্কোর সেই সোনালি রুপকথার অন্যতম এক নায়ক হচ্ছেন আশরাফ হাকিমি।

তাঁর জীবন সংগ্রামের কথা বহু মানুষের অন্তরকে নাড়া দিয়েছে। আর এই ফুটবলের কারণেই তিনি জীবনের ভাগ্য বদলেছেন। বিশ্বকাপ চলাকালীন তাঁর সাথেই ঘুরে ফিরে আসছে স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুকের নাম।

ads

কে এই হিবা আবুক? মূলত এই হিবা আবুক হচ্ছেন আশরাফ হাকিমির সহধর্মিণী। ফুটবল আর বিনোদন, দুটি দুই রকম দুনিয়া হলেও বাস্তব জীবনে তাদের মিলিয়ে দিয়েছে যুগলবন্দী হিসেবে।

আশরাফ হাকিমি-হিবা আবুকের পরিচয়ের শুরুটা ২০১৮ সালে। তখন আশরাফ হাকিমি বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডে খেলতেন। পরিচয় থেকে প্রেম, এরপর পরিণয়। ২০২০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হিবা আবুকের জন্ম মাদ্রিদে হলেও তাঁর পূর্বপুরুষ ছিল তিউনিসিয়া আর লেবাননের। পেশায় অভিনেত্রী হলেও আবুকের পড়াশোনা রয়েছে বিস্তর বিষয়ে। আরবি ভাষাতত্ত্ব নিয়ে তাঁর ডিগ্রি রয়েছে।

এছাড়াও বিভিন্ন বিষয়েও তাঁর প্রাতিষ্ঠানিক দখলদারিত্ব আছে। স্প্যানিশ হলেও হিবা আবুক ফরাসি, ইতালিয়ান ও ইংরেজি ভাষায় বেশ পারদর্শী।

২০০৮ সালে একটি টিভি সিরিজ দিয়ে অভিনয়ে অভিষেক হয় হিবার। তবে জনপ্রিয়তা পান টিভি সিরিজ ‘এল প্রিন্সিপ’-এর ফাতিমা চরিত্রে অভিনয় করার পর। হিবা শুধু টিভি সিরিজেই আটকে থাকেননি। ক্যারিয়ারে ৮ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।

স্পেনে রীতিমত এক সেনসেশনের নাম এই হিবা আবুক। ২০২০ সালে আশরাফ-হিবা জুটি নিজেদের সম্পর্কের পূর্ণতা দেওয়ার পর তাদের ঘর জুড়ে এসেছে দুই ছেলে।

তাদের প্রথম সন্তানের জন্ম হয় ২০২০ এ আর দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে। আশরাফ হাকিমি, হিবা আবুক- দুজন ভিন্ন পেশার হলেও এই জুটিকে একটি ফটোশ্যুটেও দেখা গেছে।

এ বছরে ভোগ অ্যারাবিয়ার ফটোশ্যুটে এ তারকা জুটি অংশ নেন। আর ঐ ফটোশ্যুটের পর বেশ আলোচনায় উঠে আসে এ দম্পতি। ক্যারিয়ারে এখন দারুণ সময় পার করছেন হাকিমি।

একই সাথে হিবা আবুক আর তাঁর দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এর মাঝে বিশ্বকাপে মরক্কোকে অভাবনীয় সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন।

সম্ভবত ব্যক্তি ও পেশাগত জীবন- দুই অধ্যায়েই সবচেয়ে শ্রেষ্ঠ সময় পার করছেন হাকিমি। ক্লাব পর্যায়ে পিএসজিতে খেলার কারণে আশরাফ-হিবা দম্পতি অবশ্য থাকেন প্যারিসে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link