More

Social Media

Light
Dark

টস জিতে বোলিংয়ে সিদ্ধান্তে ভুল দেখছেন না সাকিব

ধর্মশালার উইকেটে বাংলাদেশকে ইংল্যান্ড স্রেফ উড়িয়ে দিবে — এমন কিছুরই একটা আভাস দিয়ে রেখেছিলেন লিয়াম লিভিংস্টোন। ইংলিশ এ ক্রিকেটারের কথার অবশ্য কোনো ব্যত্যয়ও ঘটেনি। ইংল্যান্ড থ্রি লায়ন্সদের সামনে রীতিমত অসহায় আত্মসমর্পণ করেছে টাইগাররা।

ধর্মশালায় ম্যাচের ভাগ্য অবশ্য প্রথমেই ঝুঁকে গিয়েছিল ইংলিশদের দিকে। শুরুতে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজ, তাসকিনদের কোনো রকম সুযোগ না দিয়েই ইংলিশ দুই ওপেনার ব্যাট করে গিয়েছেন আগ্রাসী ভঙ্গিতে। ডেভিড মালান তো এ দিন ছিলেন আরো বিধ্বংসী।

তাঁর ১৪০ রানের ইনিংসেই বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৬৫ রানের বড় সংগ্রহ কার্যত বাংলাদেশকে সেখানেই পিছিয়ে দেয়।

ads

তবে কি টসে জিতে বোলিং করার সিদ্ধান্তটাই কাল হয়েছে বাংলাদেশের জন্য ? সাকিব আল হাসান অবশ্য সেটি মানতে নারাজ। ম্যাচ শেষে টাইগার দলপতি জানিয়েছেন, ‘টস জিতে বোলিং করার সিদ্ধান্ত যৌক্তিকই ছিল। কারণ আগের রাতে বৃষ্টি হয়েছে। তাতে করে শুরুতে পেসারদের সুবিধা পাওয়ারই কথা। কিন্তু আমরা সেটার ফায়দা নিতে পারিনি।’

তবে পেসারদের সমালোচনা করলেও ডেথ ওভারে বোলারদের প্রশংসা করতে ভোলেননি সাকিব। এ নিয়ে তিনি বলেন, ‘ওরা যেভাবে ব্যাট করছিল, তাতে অনায়াসেই ৩৮০/৩৯০  রান হতে পারতো। তবে আমাদের বোলাররা শেষ ১০ ওভারে দারুণ বল করেছে।’

এরপর ম্যাচ নিয়ে সাকিব আর যুক্ত করে বলেন, ‘এই উইকেটে ৩২০ রান চেজ করার মতো ছিল। তবে আমাদের ৩৬৬ রান নিয়েও পরিকল্পনা ছিল। কিন্তু সেটা মাঠে ঠিকঠাক হয়ে ওঠেনি।’

সাকিব অবশ্য টুর্নামেন্টের মাত্র দ্বিতীয় ম্যাচে এসে দলের এমন পরাজয়ে চিন্তিত নন। চোখ রাখছেন বাকি ম্যাচগুলোতে। পরে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ অনেক লম্বা টুর্নামেন্ট। তাই এখনই আশা হারানোর কিছু নেই। পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ওরা ভাল খেলছে। তবে চেন্নাইয়ের এ ম্যাচে ভাল করতে মুখিয়ে থাকব আমরা।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link