More

Social Media

Light
Dark

সাকিব-তামিম দ্বন্দ্ব তুঙ্গে, মধ্যস্ততায় মাশরাফিকে জরুরী তলব

দেশের ক্রিকেট পাড়ায় আবারো নতুন নাটক। অস্বস্তিতে ফেলে দেওয়ার মতো গুঞ্জনের অবতারণা। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে ২৬ তারিখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে বিসিবি’র।

তবে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে নতুন এক গুঞ্জনে। বিশ্বকাপ খেলতে উদ্ভট এক শর্ত দিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপের সবগুলো ম্যাচ তিনি খেলতে খেলতে পারবেন না! ফিটনেস ইস্যু মাথায় রেখে তামিম জানিয়েছেন, সর্বোচ্চ পাঁচটা ম্যাচ হয়তো তাঁর পক্ষে খেলা সম্ভব হবে। এমন একটি শর্ত দিয়েই নাকি বিশ্বকাপ দলে রাখার ব্যাপারটা বিবেচনা করতে বলেছেন তামিম ইকবাল।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পরই তামিম নির্বাচকদের বলেছেন, যদি তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তিনি যে পুরোপুরি ফিট নন, সেটি মেনে নিয়েই দলে নিতে হবে। তবে তিনি এও জানিয়েছেন, দলে থাকলে তাঁর সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন।

ads

তামিমের এমন হঠাৎ শর্তের পরই বিপাকে পড়েছেন নির্বাচকরা। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তামিমকে রাখা, না রাখা নিয়ে তাঁরা এখন রীতিমত দ্বিধান্বিত। অস্ট্রেলিয়া থেকে আজ রাতেই কোচ চান্দিকা হাতুরুসিংহের ঢাকায় পৌছানোর কথা। নির্বাচক এখন তাই শেষ মুহূর্তের আলোচনায় অপেক্ষায় রয়েছেন।

তবে এদিকে গুঞ্জন আরো প্রগাঢ় হয়েছে, তামিমের এমন শর্তে সাকিব আল হাসানের বিরূপ প্রতিক্রিয়ায়। জানা গেছে, বিশ্বকাপের আগ মুহূর্তে তামিমের এমন ফিটনেস ইস্যুতে রীতিমত বিরক্ত অধিনায়ক সাকিব।

এমন অবস্থায় সাকিবের বিশ্বকাপ দলে তামিম আদৌ জায়গা পাবেন কিনা, তা এখন নিশ্চিতভাবেই শঙ্কার মুখে। কারণ সাকিব-তামিমের সম্পর্কের বৈরীতা তো এখন প্রায় ওপেন সিক্রেট।

গুঞ্জনের এখানেই শেষ নয়। সাকিব-তামিম ইস্যুতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নাকি মধ্যস্তাকারী হিসেবে ডেকে পাঠিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফিকে। যদিও এর আগে এ দুই ক্রিকেটারের মধ্যে সম্পর্কের শীতলতা ভাঙতে বরাবরই ব্যর্থ হয়েছে বিসিবি।

সাকিবের সাথে তামিমের সম্পর্ক অনেক দিন হল বেশ ঘোলাটে। এবার তামিমের ফিটনেস ইস্যুতে চরম বিরক্ত হয়েছেন সাকিব। অথচ দুদিন পর বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। সাকিব বনাম তামিম দ্বন্দ্বের রেশ নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।

মোটেও স্বস্তিদায়ক কোনো অবস্থা নয় এটা। তামিমের এক শর্তেই যেন ঘোলাটে এক পরিস্থিতি তৈরি হয়ে উঠল বাংলাদেশ ক্রিকেটে। এখন দেখার পালা, এই নাটকীয়তা কোথায় গিয়ে দাঁড়ায়!

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link