More

Social Media

Light
Dark

টসের পাঁচ মিনিট আগেও রাহুল জানতেন না, খেলবেন পাকিস্তানের বিপক্ষে!

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তোলা ভারতের আকাশ এখন পুরোপুরি মেঘমুক্ত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – তিন বিভাগেই প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে পিছনে ফেলেছে তারা। নিখুত পারফরম্যান্স দিয়েই দল নিয়ে উদ্ভুত সব সংশয়ের উত্তর দিয়েছে রোহিত শর্মার দল।

স্বাভাবিকভাবেই এমন ম্যাচের পর অধিনায়ক রোহিত ছিলেন দারুণ মেজাজে। কথাও বলেছেন প্রায় সব সতীর্থদের নিয়ে। বিশেষ করে ইনজুরি ফেরত লোকেশ রাহুলকে প্রশংসায় ভাসিয়েছেন দলপতি। বিরাট কোহলির সেঞ্চুরিতে আড়াল হয়ে গিয়েছে রাহুলের পারফরম্যান্স।

সেটা তুলে ধরে রোহিত বলেন, ‘কোন সন্দেহ নেই, বিরাটের ইনিংস দুর্দান্ত ছিল৷ কিন্তু আমাদের লোকেশ রাহুলে কথাও বলতে হবে। সে শেষ মুহুর্তে ইনজুরি থেকে ফিরে এসেছে এবং টসের আগে মাত্র পাঁচ মিনিট অনুশীলন করেছিল।’

ads

এই তারকা আরো যোগ করেন যে, ‘আমরা তাকে প্রস্তুত হতে বলেছিলাম, যেখানে তাঁর মানসিকতা বোঝা গিয়েছিল। সবমিলিয়ে, আমরা ওপেনাররা, এবং পরবর্তীতে বিরাট, রাহুল যেভাবে ব্যাটিং করেছি তাতে অনেক ইতিবাচক দিক ছিল।’

পাকিস্তানের বিপক্ষে এই জয়ে পুরোটাই ছিল টিম উইন৷ দুই ওপেনার জোড়া ফিফটিতে ভিত গড়ে দিয়েছিলেন, সেটা কাজে লাগিয়ে পাহাড়সম পুঁজি এনে দিয়েছেন বিরাট কোহলি আর লোকেশ রাহুল। পরবর্তীতে কুলদীপ যাদব দুর্দান্ত স্পিনে ধ্বস নামিয়েছিলেন পাকিস্তানের লাইন আপে। বুমরাহও নতুন বলে দেখিয়েছেন নিজের ছন্দ।

এসব কিছু নিয়ে রোহিত শর্মা জানান যে, ‘প্রথম দিন থেকেই দুর্দান্ত পারফরম্যান্স ছিল আমাদের। আমরা যখন ব্যাটিং শুরু করেছি, তখন বুঝতে পেরেছিলাম উইকেট ভালো এবং বৃষ্টির সাথে মানিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সেট হয়ে ইনিংস বড় করতে পারব এমনটাই আমাদের পরিকল্পনা ছিল।’

অন্যদিকে বুমরাহকে নিয়ে অধিনায়ক বলেন, ‘সে ছন্দে ছিল। সে দুই দিকেই সুইং করাতে পারছিল এবং এটা নিয়ে গত ৮/১০ মাস প্রচুর পরিশ্রম করেছে। এই পর্যায়ে এসে খেলতে না পারা তাঁর জন্য দুর্ভাগ্যজনক ছিল, কিন্তু সে দারুণভাবে ফিরতে পেরেছে।’

এই ডানহাতি ব্যাটসম্যান প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের অক্লান্ত পরিশ্রমের কথাও স্মরণ করেছেন। গত দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়া সত্ত্বেও পুরো খেলা অনুষ্ঠিত হওয়ার কৃতিত্ব এই মানুষদেরই দিয়েছেন তিনি। একইসাথে পুরো দলের পক্ষ থেকে মাঠ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় কাপ্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link