More

Social Media

Light
Dark

ফাইনালের স্বপ্ন এখনও আছে বাংলাদেশের

পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই পরাজয় বাংলাদেশের – এবারের এশিয়া কাপের ফাইনাল খেলাএর সম্ভাবনা এতেই কার্যত শেষ হয়ে গিয়েছে। যদিও কাগজে-কলমে এখনো নিশ্চিত নয় বাংলাদেশের বাদ পড়া; অবিশ্বাস্য হলেও সত্য, এক ম্যাচ জিতেই ফাইনাল খেলতে পারে বাংলাদেশ।

তবে এভাবে বাংলাদেশের ফাইনাল খেলতে হলে নির্ভর করতে হবে অন্য দলগুলোর উপর। বিশেষ করে পাকিস্তানকে জিততে হবে বাকি সব ম্যাচ। এছাড়া শ্রীলঙ্কাকে হারতে হবে ভারতের বিপক্ষে। সবশেষে রোহিত শর্মাদের বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে।

সেক্ষেত্রে পাকিস্তানের মোট পয়েন্ট হবে ৬; এবং শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশের পয়েন্ট হবে ২ করে। ফলে ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ কে হবে সেটা নির্ধারিত হবে নেট রান রেট দিয়ে। আর ভারতকে বড় ব্যবধানে হারানোর বদৌলতে হয়তো মহাদেশীয় টুর্নামেন্টের শেষ লড়াইয়ে জায়গা পেয়ে যেতে পারে টাইগাররা।

ads

কিন্তু এত সমীকরণ মিলে যাওয়া যেমন কঠিন, তেমনি কঠিন কলম্বোতে ম্যাচের ফলাফল পাওয়াটাও। কেননা আগামী কয়েক দিনে স্টেডিয়াম এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টিতে কোন ম্যাচ ভেস্তে গেলে কপাল পুড়বে বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ; শ্রীলঙ্কার বিপক্ষে জিতে নিজেদের সম্ভাবনা জোরালো করতে পারতে সাকিবের দল। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে হতাশাজনক পরাজয়ে উল্টো নড়বড়ে হয়েছে বাংলাদেশের ভাগ্য।

ব্যক্তিগত পারফরম্যান্স বাদ দিলে পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের দলগত পারফরম্যান্স খুব একটা চোখে পড়েনি। ব্যাটিংয়ে নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়রা রান পেলেও বাকিরা ছিলেন ম্লান; আবার বোলিংয়েও তেমন প্রভাব রাখতে পারেননি সাকিব, মিরাজরা।

অলৌকিক কিছু না ঘটলে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ আসর শেষ করবে বাংলাদেশ। তবে অনিশ্চয়তায় ভরা ক্রিকেটে অকল্পনীয় কিছু ঘটে গেলে, টাইগাররা হয়তো ট্রফি জেতার সুযোগ পেয়ে যাবে। আপাতত সেই অপেক্ষাতেই হয়তো থাকবে আজন্ম আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link