More

Social Media

Light
Dark

রিজার্ভ ডে’র দ্বৈতনীতি, হতাশ হাতুরুসিংহে

এবারের এশিয়া কাপের সুপার ফোরে খেলছে চারটি দল — বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। কিন্তু মহাদেশীয় এ আসরে যেন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই সব তৎপরতা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)।

টুর্নামেন্টের মাঝপথে জানানো হয়েছে, সুপার ফোরের বাকি ৫ টা ম্যাচের মধ্যে শুধু ভারত-পাকিস্তান ম্যাচেই থাকছে রিজার্ভ ডে। অথচ টুর্নামেন্টের বাকি দুটি দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে। এসিসি’র এমন দ্বৈতনীতি-তে অনুমিতভাবেই সমালোচনা হচ্ছে চারদিকে।

রিজার্ভ ডে নিয়ে এসিসি’র এমন পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে খুশি হতে পারেননি বাংলাদেশের কোচ চান্দিকা হাতুরুসিংহেও। কলম্বোতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি তাঁর অসন্তুষ্টির কথা প্রকাশ্যে জানান।

ads

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে অংশগ্রহণকারী ছয় দেশের প্রতিনিধি নিয়ে একটা টেকনিক্যাল কমিটি আছে। তাঁরা বেশ কিছু  কারণে এ সিদ্ধান্ত নিয়ে থাকবে। তবে এটা ঠিক নয়। কারণ, আমরাও একটা অতিরিক্ত দিন চাইতে পারি। এ ছাড়া এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কারণ, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

হাতুরু এরপর কিছুটা হতাশা প্রকাশ করেই বলেন, ‘একবার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমাদের বেশি কিছু বলার নেই। বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে আগে আলোচনা করলে এ নিয়ে মতামত দিতে পারতাম। এই সিদ্ধান্ত যখন নেওয়াই হয়ে গেছে, আমার এ নিয়ে কোনো চিন্তা নেই। তবে টুর্নামেন্টের মাঝপথে নিয়ম পরিবর্তন করার এ ঘটনা আমি কখনো দেখিনি।’

এসিসি’র টেকনিক্যাল কমিটিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সাবেক ক্রিকেটার আকরাম খান। তবে তাঁর ভাষ্যমতে, রিজার্ভ ডে ইস্যুতে টেকনিক্যাল কমিটিতে কোনো মিটিং হয়নি। সিদ্ধান্তটা এসিসি একাই নিয়েছে।

চান্দিকা হাতুরুসিংহে অবশ্য রিজার্ভ ডে ইস্যুটা একপাশে রেখে মনোযোগ দিতে চান শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। ফাইনাল স্বপ্ন  টিকিয়ে রাখতে চাইলে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

বাঁচা মরার সেই ম্যাচকে নিয়েই হাতুরু বলেন, ‘ভিন্ন কন্ডিশনে আমাদের ভিন্ন ভিন্ন দলের সাথে খেলতে হচ্ছে। এটাই চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটা আপনাতে উতরাতেই হবে। আমরা ভালই করছি। তবে আমাদের উন্নতির ধারাটায় আরেকটু ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে মিরাজকে নামিয়ে দারুণ ফল পেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আবার শূন্য রানেই ফিরে যান এ ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে কি মিরাজই থাকছেন ওপেনার?

নাকি তাঁর জায়গায় আসবেন লিটন দাস? এমন প্রশ্নে হাতুরুসিংহে অবশ্য সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘আমরা ব্যাপারটা নিয়ে ভেবেছি। তবে এখনো সিদ্ধান্ত নেই নি। আমরা ম্যাচের দিন কন্ডিশন বুঝে এই সিদ্ধান্ত নিব।’

হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর। দারুণ ফর্মে থাকা এ ব্যাটারের অনুপস্থিতি দলকে ভুগিয়েছে গত ম্যাচেও। হাতুরুসিংহেও জানিয়েছেন শান্তকে মিস করার কথা। তবে বিশ্বকাপের সময় ফিট শান্তকে পাওয়ার ব্যাপারে তিনি বেশ আশাবাদী।

এ নিয়ে বলেন, ‘দুর্ভাগ্যবশত সে কয়েক সপ্তাহর জন্য দলের বাইরে থাকছে। এটা অবশ্যই খারাপ খবর। তবে সামনেই আসছে বিশ্বকাপ। বিশ্বকাপে শতভাগ ফিট শান্তকে আমাদের দরকার। তাই এই সময়ে শান্তর বিশ্রামটাখুবই দরকার। তাই আমরা ঝুঁকি নিতে চাই নি। বিশ্বকাপ নাহলে হয়তো এই অবস্থাতেই শান্তকে এশিয়া কাপ খেলিয়ে দেওয়া যেত।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link