More

Social Media

Light
Dark

সুনীল নারাইন, ক্রিকেটের প্রথম লালকার্ডধারী!

নতুন ইতিহাস হয়েই গেল – ক্রিকেটে প্রথম লাল কার্ড। প্রথম লাল কার্ড পাওয়া দল ত্রিনবাগো নাইট রাউডার্স। লাল কার্ডের কারণে মাঠ ছেড়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুনীল নারাইন।

অনেকেই জানেন, মন্থর ওভার রেটের জন্য এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) কড়া শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সেই শা*স্তিরই অংশ লাল কার্ড।

যারা জানেন না, তাদের জন্য নিয়মগুলি আরেকবার বলছি। ২০ ওভারের ইনিংস শেষ করার মোট সময় ৮৫ মিনিট। সিপিএলে এবার নিয়ম করা হয়, ইনিংসের ১৭তম ওভার শেষ করতে হবে ৭২ মিনিটের মধ্যে, ১৮তম ওভার শেষ করতে হবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে এবং ১৯তম ওভার শেষ করতে হবে ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে।

ads

শেষের এই ওভারগুলো সময়মতো শুরু করতে না পারার শাস্তি আছে প্রতিটিরই। ১৮তম ওভারের শুরুতে যদি দেখা যায় সময় বেশি লেগে গেছে, তাহলে একজন বাড়তি ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভেতরে রাখতে হবে।

১৯তম ওভারের শুরুতেও যদি সময় বেশি লাগে, তাহলে আরও এজন বাড়তি ফিল্ডার রাখতে হবে বৃত্তের ভেতরে। শেষ ওভার শুরুর সময়ও যদি সময়ে পিছিয়ে থাকে ওই দল, তাহলে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।

অর্থাৎ, শেষ ওভারে ফিল্ডিংয়ে থাকবেন ১০ জন। বোলার-কিপারসহ বৃত্তের ভেতরে ৮ জন, বাইরে স্রেফ ২ জন।

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে রোববারের এই ম্যাচে এই সবগুলি শা*স্তিই পেতে হয় ত্রিনবাগোকে। অস্টাদশ ওভারে একজন বাড়তি ফিল্ডার ভেতনে আনতে হয় তাদের। নারাইনের করা ওভারটি থেকে রান আসে ১২।

১৯তম ওভারে আরও একজন ফিল্ডার বৃত্তের ভেতরে আনতে বাধ্য হয় তারা। আলি খানের করা ওভারটি থেকে রান আসে ৮। এরপর শেষ ওভারের ওই লাল কার্ড। একজন তুলে নিতে বাধ্য ত্রিনবাগো। তারা বাইরে পাঠিয়ে দেয় নারাইনকে। ততক্ষণে তার চার ওভারের বোলিং শেষ (৪-০-২৪-৩)। ফিল্ডিং তার বরাবরই দুর্বলতার জায়গা।

ডোয়াইন ব্রাভোর করা সেই ওভারে তিন চার ও এক ছক্কায় ১৮ রান নেন শেরফেন রাদারফোর্ড। দুটি ছিল ডট বল। নিয়ম জানা থাকলেও লাল কার্ডের শিকার হয়ে ঠিক মানতে পারছিলেন না ত্রিনবাগো অধিনায়ক কাইরন পোলার্ড।

ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। বললেন, ‘আমরা তো পুতুল এবং যা বলা হবে, সেটা করতে আমরা বাধ্য। চেষ্টা করব যত দ্রুত সম্ভব খেলতে। কিন্তু এই ধরনের টুর্নামেন্টে যদি ৩০-৪৫ সেকেন্ডের জন্য এত বড় শা*স্তি দেওয়া হয়, এটা সত্যিকার অর্থেই হাস্যকর।’

ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জিতে নেয় লাল কার্ড পাওয়া ত্রিনবাগোই। ১৭৯ রান তাড়ায় নিকোলাস পুরানের ৩২ বলে ৬১, ৫ ছক্কায় পোলার্ডের ১৬ বলে অপরাজিত ৩৭ ও আন্দ্রে রাসেলের ৮ বলে অপরাজিত ২৩ রানে তারা ১৭ বল বাকি থাকতেই জিতে যান ৬ উইকেটে।

তবে ম্যাচটি ক্রিকেটে ‘প্রথম’ হয়ে থাকবে ওই লাল কার্ডের কারণেই। ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাকগ্রা আন্ডার আর্ম বল করার পর তাকে লাল কার্ড দেখিয়েছিলেন আম্পায়ার বিলি বাউডেন। সেসব ছিল মজা করে। এবারের লাল কার্ড ‘সিরিয়াস’ এবং অবশ্যই ইতিহাস।

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link