More

Social Media

Light
Dark

এশিয়া কাপে ভারতের ত্রাণকর্তা হবেন কারা?

এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী দলটার নাম ভারত। তবে সর্বশেষ আসরে, সুপার ফোরেই থেমেছিল তাদের এশিয়া কাপযাত্রা। এমনিতে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেই ভারত ফেবারিটদের কাতারে থাকে। সেখানে মহাদেশীয় টুর্নামেন্টে তাদের চোখ শিরোপার দিকে থাকবে, সেটিই স্বাভাবিক। 

তারপরও চলুন সরল একটা ব্যাখ্যায় যাওয়া যাক। কারা হতে পারেন ভারতের জন্য তুরুপের তাস। ভারতের এশিয়া কাপ যাত্রায় কারাই বা থাকতে পারে নেপথ্য ভূমিকায়। চলুন সেই উত্তরই খোঁজা যাক। 

  • রোহিত শর্মা

ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে এখন রয়েছেন গোধূলি লগ্নেই। রান করছেন, তবে ধারাবাহিকতার শিকলে নিজেকে বাঁধতে পারছেন না। তবে টুর্নামেন্টটার নাম যখন এশিয়া কাপ তখন রোহিত শর্মা নামটা অন্য দলগুলোর জন্য মাথাব্যথার কারণই হতে যাচ্ছে।  

ads

পরিসংখ্যান বলছে, চলতি ক্রিকেটারদের মধ্যে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। ৪৬.৫৬ গড়ে ২১ ইনিংসে করেছেন ৭৪৫ রান। যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৬ টি পপঞ্চাশোর্ধ্ব ইনিংস। এবারের এশিয়া কাপে তাই অবধারিতভাবেই রোহিতের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া। 

  • বিরাট কোহলি

বৈশ্বিক আসর কিংবা মহাদেশীয় আসর, বিরাট কোহলিকে আগ্রহ কিংবা নজর থাকে সবসময় তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। গেল বারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও ৯২ গড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৭৬ রান এসেছিল বিরাটের ব্যাট থেকে। 

এমনিতে ৫০ ওভারের এশিয়া কাপেও দারুণ ব্যাটিং করেছেন বিরাট। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ১০ ইনিংসে ৬১.৩০ গড়ে তিনি রান করেছেন ৬১৩। যেখানে তিনটি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩ টি ফিফটি। এমন পরিসংখ্যানই জানান দিচ্ছে, এশিয়া কাপের মঞ্চে ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন কোহলি। 

  • শুভমান গিল 

ভারতের এশিয়া কাপ মিশনে এক্স ফ্যাক্টর হতে পারেন শুভমান গিলও। চলতি বছরে টেস্ট প্লেয়িং দেশ গুলোর মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন তরুণ এ ব্যাটার। 

এখন পর্যন্ত ১২ ইনিংসে ৬৮.১৮ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৫০ রান। যেখানে তিন সেঞ্চুরিসহ ছিল একটি ডাবল সেঞ্চুরিও। এমন ফর্মে থাকা ব্যাটারের উপর তাই অনুমিতভাবেই চোখ থাকছে গোটা ভারতবাসীর। 

  • সুরিয়াকুমার যাদব

এই নামটার সংযুক্তি বিস্ময় বাড়াতেই পারে। টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার ওয়ানডে ফরম্যাটে রীতিমত নিজেকে হারিয়ে খুঁজছেন। চলতি বছরে এই ফরম্যাটে মোটে ১৪ গড়ে ব্যাট করেছেন। 

তবে ভারতের শেষ টুর্নামেন্টগুলোতে বারবারই ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন এ ব্যাটার। সর্বশেষ এশিয়া কাপেও দেখিয়েছিলেন প্রতাপ। তাই ভারতের এশিয়া কাপ শিরোপা পুনরুদ্ধারের যাত্রায় সুরিয়ার উপরে আলাদা নজর থাকছেই।

  • বুমরাহ-সিরাজ-শামি পেসত্রয়ী আর কুলদ্বীপ যাদবের স্পিন 

বলা হচ্ছে, এবারের এশিয়া কাপে ভারতের বোলিং লাইন আপ বড্ড একমাত্রিক। সম্ভাব্য একাদশের তিন পেসারই হচ্ছেন ডানহাতি। তবে বাস্তবতা হচ্ছে, বুমরাহ-সিরাজ-শামি পেসত্রয়ী নিজেদের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমাণ দেখা গিয়েছে আগেই। 

দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে এসেই বল হাতে নিজের জাত চিনিয়েছেন বুমরাহ। আর সিরাজ, শামি— দুজনই রয়েছেন দারুণ ছন্দে। মোহাম্মদ সিরাজ তো বোলারদের র‍্যাংকিংয়ে রীতিমত রাজ করছেন। আছেন পাঁচ নম্বরে। 

 

এ তো গেল পেস আক্রমণ। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে ব্যবধান তৈরি করে দিতে পারেন চায়নাম্যান কুলদ্বীপ যাদব। সাম্প্রতিক সময়েও ফর্মে আছেন।  স্পিন ইউনিটে তাই কুলদ্বীপ হতে পারেন ভারতের ত্রাণকর্তা। 

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link