More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

বিরল সেই ত্রিরত্ন!

ক্রিকেটকে বলা হয় রেকর্ডের খেলা। পোশাক সাদা হোক বা রঙিন, বলের রঙ লাল হোক বা সাদা- ক্রিকেট বেঁচে থাকে রেকর্ডে।

সেই রেকর্ড কোনোটা আকাশচুম্বি, কোনোটা অভিনব, কোনোটা তো ভাষায়ই প্রকাশ করার মত না। সেরকমই এক রেকর্ডের গল্প শোনাব আজ। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসে যা আছে মাত্র ৩ জন ক্রিকেটারের । তা সেই রেকর্ডটা কি? টেস্টে ১-১১ সব জায়গাতে ব্যাট করা!

  • সিড গ্রেগরি (অস্ট্রেলিয়া)

 

ads

সিডনি এডওয়ার্ড গ্রেগরি, ক্রিকেটে যিনি পরিচিত হয়েছেন সিড গ্রেগরি নামে। ১৮৯০ সালে অভিষিক্ত এই অস্ট্রেলিয়ান সাদা পোশাকে দেশের হয়ে মাঠে নেমেছেন ৫৮ টেস্ট ম্যাচে, যার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ইনিংসটি ছিল ১৮৯৪ সালে ইংল্যান্ডের সাথে ২০১ রানের ইনিংসটি; যেটা তিনি খেলেছিলেন ছয় নম্বরে ব্যাট করতে নেমে।

যা হোক, ১৯১২ সালে গ্রেগরি যখন অবসর নেন, ততদিনে তাঁর ৫৮ টেস্ট একটা রেকর্ড করে ফেলেছে। টেস্ট ক্রিকেটে তিনি ক্যারিয়ারজুড়ে ব্যাট করেছেন ১-১১ সব জায়গাতে।

পজিশনভেদে গ্রেগরির পরিসংখ্যান

  • উইলফ্রেড রোডস (ইংল্যান্ড)

ইংলিশ ক্রিকেটার উইলফ্রেড রোডসও দেশের হয়ে মাঠে নেমেছেন ৫৮ টেস্টে। ১৮৯৯ সালে অভিষেক হওয়া উইলফ্রেড রোডস ছিলেন কার্যকরী এক অলরাউন্ডার। তিনি ছিলেন প্রথম ইংলিশ ক্রিকেটার যিনি একইসাথে টেস্টে ১০০০ রান আর ১০০ উইকেটের ডাবল পূরণ করেছেন।

১৯৩০ সালে অবসর নেওয়া রোডস ক্যারিয়ার শেষ করেছেন নামের পাশে ২৩২৫ রান আর ১২৭ উইকেট রেখে। বোঝাই যাচ্ছে, যথেষ্টই সমৃদ্ধ ক্যারিয়ার গড়েছিলেন রোডস। তবে এর পাশাপাশি আরেকটা জায়গাতেও অনন্য ছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ১-১১ সব জায়গাতে ব্যাট করা দ্বিতীয় ক্রিকেটার এই ইংরেজ।

পজিশনভেদে রোডসের পরিসংখ্যান

  • ভিনু মানকড় (ভারত)

মুলভানত্রাই হিম্মতলাল মানকড়, পরিচিতি পেয়েছিলেন ভিনু মানকড় নামে। জামনগর থেকে উঠে আসা এই ক্রিকেটার ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে ভারতীয় ক্রিকেটে তিনি বিখ্যাত ১৯৫৬ সালে পঙ্কজ রায়ের সাথে ৪১৩ রানের রেকর্ড গড়া ওপেনিং জুটির কারণে; নিল ম্যাকেঞ্জি আর গ্রায়েম স্মিথের নতুন রেকর্ডের আগে যা টিকে ছিল ৫৩ বছর!

এখন যে ‘মানকাডিং আউট’ এর প্রচলন তাও এসেছে ভিনু মানকড়ের নাম থেকেই। এত কিছু বাদেও ভিনু মানকড়ের আলাদা একটা রেকর্ডের জায়গা আছে। টেস্ট ক্রিকেটে ১-১১ সব পজিশনে ব্যাট করা তৃতীয় ও শেষ ক্রিকেটার এই ভিনু মানকড়।

পজিশনভেদে ভিনুর পরিসংখ্যান

এখানে একটু জানিয়ে রাখি, বিরল এই তালিকাতে নাম আসতে পারত পাকিস্তানের নাসিম-উল-গনির। কিন্তু ওপেনিংয়ে তিনি কখনও প্রথম বল মোকাবেলা করেননি। তাই ১-১১ সব পজিশনে ব্যাট করা এই বিরল তালিকায় তাঁর নামও ওঠেনি।

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link