More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

ক্রিশ্চিয়ানো রোনালদো, বেলা শেষের গান

আগের মৌসুমে আল নাসের বাদ পড়েছিল কিংস কাপ থেকে, জিততে পারেনি প্রো লিগ; নিন্দুকেরা রটিয়ে দিলো ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেয়াতেই দলটির এমন অধ:পতন। চিরকালই নিন্দুকের মুখে চুনকালি লেপে দেয়া রোনালদোর রক্ত শেষ বয়সে এসেও ঠাণ্ডা হয়নি। তাই তো ৪২ বছর পরে আল নাসেরকে ফাইনালে তুলে জবাবটা দিয়েই দিলেন তিনি।

৪২ বছর, চার দশকের বেশি সময় – আরব অঞ্চলের সর্বোচ্চ টুর্নামেন্ট আরব কাপের ফাইনালে উঠতে পারেনি আল নাসের। কিন্তু এবারের গল্পটা ভিন্ন হল, কেননা দলে আছেন স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদো। চার ম্যাচে চার গোল করে দলকে তুলে দিলেন ট্রফির শেষ লড়াইয়ে। এই চার গোলের দুইটিই ম্যাচ উইনিং গোল, একটা এসেছে ম্যাচের শুরুতে বাকিটা সমতাসূচক গোল।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স ৩৮ বছর; এই বয়সে কত কত নামী দামী ফুটবলার অবসরে গিয়েছেন। কিন্তু রোনালদো এখনো ছুটে চলছেন, ছুটে চলছেন নিজের গতিতে। শেষ নয়দিনে খেলেছেন চার চারটা প্রতিযোগিতামূলক ম্যাচ, পারফর্মও করেছেন সমানতালে।

ads

চলতি বছরেই ১০টা ম্যাচ উইনিং গোল করেছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। দলের যখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাঁকে, তখনি তিনি এগিয়ে আসেন; এমনি এমনি তো আর মি. ক্লাচনালদো বলা হয় না এই তারকাকে।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সর্বোচ্চ গোলদাতাও এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ করিম বেনজেমা, মিলিনকোভিচ সাভিচের মত ইন ফর্ম ফুটবলাররা খেলেছেন এই টুর্নামেন্টে। রোনালদো আসলেই অনন্য, অনবদ্য। ৩৮ এও এগিয়ে যাচ্ছেন দুর্বার, ভেঙে দিচ্ছেন প্রতিপক্ষের রক্ষণ বাঁধা।

ইউরোপের সেরা স্ট্রাইকাররাও ৩০০ কিংবা ৩৫০ গোল পেলেই খুশি মনে বুটজোড়া তুলে রাখতে পারেন। অন্যদিকে রোনালদো স্রেফ ৩০ তম জন্মদিন পালনের পর থেকেই গোল দিয়েছেন ৩৮৫টি। সবমিলিয়ে ক্যারিয়ারে ৮৪২ গোলের মালিক পর্তুগিজ যুবরাজের।

সংখ্যাটা কতটা অবিশ্বাস্য জানেন? প্রতি মৌসুমে ৪০ গোল করলেও টানা ২১ মৌসুম সেটা করে যেতে হবে তবেই ‘৮৪২’ এর কাছাকাছি যাওয়া যাবে; যদিও এক মৌসুমেই চল্লিশ গোল করা প্রায় সব ফুটবলারের কাছেই রীতিমতো স্বপ্ন।

জিনেদিন জিদান একবার বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে রিপ্লেস করা অসম্ভব। আসলেই সত্যি, এখনো রিয়াল মাদ্রিদ এডেন হ্যাজার্ড কিংবা ভিনিসিয়াস জুনিয়রের মাঝে রোনালদোকে খুঁজে বেড়ায়; জুভেন্টাস দুসান ভ্লাহোভিচকে রোনালদো ভাবে কিন্তু রোনালদোকে পাওয়া যায় না এসব খেলোয়াড়ের মাঝে। তিনি আছেন শুধু সিআর সেভেন লেখা একটা জার্সিতেই, তিনি আছেন শুধু ফুটবলপ্রেমীদের হৃদয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link