More

Social Media

Light
Dark

২০১৯ থেকে ২০২৩, দুই বিশ্বকাপের ব্যবধানে সেরা

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। বাইশ গজের বৈশ্বিক এ লড়াইয়ে ব্যাট হাতে প্রতাপ দেখাবেন কারা? কিংবা বল হাতে আগ্রাসনই বা দেখাবেন কোন বোলাররা? এ নিয়ে নিশ্চয়ই এতক্ষণে হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে।

নিশ্চয়ই বোলারদের মধ্যে মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, কাগিসো রাবাদাদের পেস তাণ্ডব, রশিদ খানদের মায়াবী স্পিনের শৈল্পিকতার দর্শনের অপেক্ষায় মুখিয়ে আছে সবাই। এবারের বিশ্বকাপে সম্ভাব্য সেরা বোলারদের ছোট তালিকাটাতেও তাদেরকেই এগিয়ে রাখছেন অনেকে।

কিন্তু ২০১৯ বিশ্বকাপের পর থেকে একদিনের ক্রিকেটে বোলারদের সাম্রাজ্যে তারাই কি শুধু আধিপত্য দেখিয়েছেন? পরিসংখ্যান কিন্তু সেই তথ্য দিচ্ছে না।

ads

পরিসংখ্যান স্বাক্ষ্য দিচ্ছে, ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বোচ্চ উইকেটশিকারীদের মধ্যে বিস্ময়করভাবে পুরোদস্তুর কোনো পেসার নেই। শীর্ষ পাঁচের মধ্যে ৪ জনই এ তালিকায় স্পিনার।

বিশ্বকাপের মূলপর্বে অবতীর্ণ হয়েছে এমন দলগুলোর মধ্যে গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

অজি এ লেগ স্পিনার শেষ ৪ বছর ৩১ ইনিংসে নিয়েছেন ৬৬ টি উইকেট। যেখানে তাঁর বোলিং গড় ছিল ২০.৬৯। অর্থাৎ প্রায় ২১ রানের বিনিময়ে তিনি একটি করে উইকেট নিয়েছেন।

বেশ কয়েক বছর ধরেই দারুণ বোলিং করছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে দারুণ ধারাবাহিকতার কারণে এ লেগস্পিনার ক্রমেই হয়ে উঠেছেন লঙ্কান বোলিং লাইন আপের প্রাণভোমরা।

২০১৯ বিশ্বকাপের পর থেকে উইকেট তুলে নেওয়ার দিক দিয়ে অ্যাডাম জাম্পার পরেই অবস্থান হাসারাঙ্গার। শেষ ৪ বছরে ৩৮ ম্যাচে তিনি নিয়েছেন ৫৮ টি উইকেট।

এই তালিকায় পরের নামটি একজন বাংলাদেশির। তিনি মেহেদী হাসান মিরাজ। গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত খেলা ৪০ টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৫৩ টি। এ সময়ের মধ্যে মিরাজ ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে একবার সেরা দশেও ঢুকে পড়েছিলেন।

যদিও এখন তিনি রয়েছেন ২৮ এ। তারপরও নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে শেষ দিকে কার্যকরী ব্যাটিংয়ের কারণে এ বারের বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম আস্থাভাজন ক্রিকেটার ভাবা হচ্ছে তাঁকে।

শার্দুল ঠাকুর, ভারতের একাদশের নিয়মিত মুখ নন। তবে পরিসংখ্যান বলছে, গত বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট তিনিই নিয়েছেন। ভারতের এ মিডিয়াম পেসার এই সময়কালে ৩৩ ম্যাচে নিয়েছেন ৫২ টি উইকেট।

যা জাম্পা, হাসারাঙ্গা, মিরাজের পর চতুর্থ সর্বোচ্চ। তবে শেষ ৪ বছরের সময়কালে সফল এ বোলার শেষ পর্যন্ত ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন কিনা, তা নিয়ে রয়েছে এখনও শঙ্কা।

এ তালিকায় পরের নামটিও একজন ভারতীয় বোলারের। বাঁ-হাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদব গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে নিয়েছেন ৪৮ টি উইকেট। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে এ স্পিনার ৩ ম্যাচে ৯ টি উইকেট নিয়েছিলেন।

যার মধ্যে প্রথম ম্যাচে ৬ রানে ৪ উইকেটের দারুণ একটি স্পেল করেছিলেন তিনি। ভারতের বিশ্বকাপ যাত্রায় রোহিত শর্মার তুরুপের তাস তাই হতেই পারেন কুলদ্বীপ যাদব।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link