More

Social Media

Light
Dark

লঙ্কায় এশিয়া কাপের আগাম প্রস্তুতি শরিফুলের

এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে শরিফুল ইসলামের। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা আসন্ন এশিয়া কাপে সহায়ক হবে বিশ্বাস করেন এই পেসার। একই সাথে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও হবে এশিয়া কাপ।

শ্রীলংকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএল। এই আসর দিয়ে প্রথমবারের মত বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন শরিফুল। আসন্ন এশিয়া কাপে যৌথ আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ফ্লাইটে ওঠার আগে শরিফুল বলেন, ‘যে কোনো প্রথমই সবার জন্য রোমাঞ্চকর। আমিও এর ব্যতিক্রম নই। আমি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পেরে সত্যিই উচ্ছ্বসিত এবং কোন সন্দেহ নেই এটিকে আমার জন্য স্মরণীয় করে রাখতে চাই।’

ads

এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা শরিফুল। তিনি আরও বলেন, ‘আমরা ক্যান্ডিতে এশিয়া কাপের একটি ম্যাচ খেলবো। আমি আশা করি শ্রীলংকান লিগে খেলার সুযোগ আমাকে উপকৃত করবে । শ্রীলঙ্কার কন্ডিশন এবং উইকেট সর্ম্পকে পরিস্কার ধারনা পাবো।’

মাঠে সবসময় আক্রমণাত্মক থাকলেও ব্যক্তিগত জীবনে শান্ত মেজাজের শরিফুল জানান, এলপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন, ‘যখনই সুযোগ আসবে, আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। বেশিরভাগ ক্রিকেটারই অভিজ্ঞতা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকে। বিশ্বের দুর্দান্ত ক্রিকেটারের সাথে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছে। আমার চিন্তাগুলো শেয়ার করার চেষ্টা করবো এবং সেখানকার দুর্দান্ত ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা করবো।’

এলপিএল খেলার জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলে শরিফুলের সতীর্থ তাওহীদ হৃদয়। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়। গল টাইটানসের হয়ে এলপিএলে খেলবেন বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে নিতে আগ্রহী ছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা আউরা। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের মত বড় দু’টি টুর্নামেন্টের আগে কাজের চাপ বিবেচনায় তাসকিনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link