More

Social Media

Light
Dark

লন্ডনে সাব্বিরের ১৬ বলে ৫৩!

লন্ডনে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির রহমান। সেখানকার বাংলাদেশ প্রবাসীদের দল ফেনী স্পোর্টস অ্যাকাডেমির হয়ে এ ব্যাটার খেলেছেন ১৬ বলে ৫৩ রানের ইনিংস।

সাব্বির দুর্দান্ত এ ইনিংস সাজিয়েছেন ৪ টা চার ও ৫ ছক্কায়। আর তাতে আরেক প্রবাসী দল মাইটি টাইগার্সের বিপক্ষে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ফেনী স্পোর্টস অ্যাকাডেমি। 

গেল বছর এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর সাব্বির রহমান যেন হয়ে উঠছিলেন রীতিমত ক্রিকেটের ফেরিওয়ালা। ডিপিএল শেষের পর পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে মাইনর কাউন্টি ক্রিকেট লিগ খেলার পর এবার খেলছেন লাস্ট ম্যান স্ট্যান্ডিং লিগে। 

ads

যদি এর কোনোটিই লিস্ট এ ক্রিকেট নয়। মূলত প্রতি বছরের মাঝ সময়ে অপেশাদার ক্রিকেটারদের নিয়ে বেশ কটি অ্যামেচার ক্রিকেট লিগ আয়োজন করে থাকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সে সব লিগে নির্দিষ্ট সংখ্যক পেশাদার ক্রিকেটার যুক্ত করারও নিয়ম রয়েছে।

আর সেই প্রক্রিয়াতেই সাব্বির রহমানের ভিনদেশি লিগে খেলার শুরু। যদিও এসব লিগে সিংহভাগ ক্রিকেটারেরই স্বীকৃত কোনো পেশাদার পর্যায়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকে না।

ফলে, সাব্বিরের এই ইনিংসকে খুব বড় অর্জন ভাবার সুযোগ নেই। এমনকি একই ম্যাচে সাব্বিরের দলেরই আশরাফুল ইসলাম নামের এক ব্যাটার ১৪ বল খেলে করেন ৫০ রান।

বাংলাদেশের হয়ে শুধু সাব্বির নয়, চলতি বছরে অনেক ঘরোয়া ক্রিকেটারদেরই দেখা যাচ্ছে ভিনদেশি এসব লিগে। এর মধ্যে ইংল্যান্ডে যেমন ইমরুল কায়েস খেলছেন ডিভিশন ওয়ানে। শেষ ম্যাচে বাঁহাতি এ ব্যাটার একটি সেঞ্চুরিও পেয়েছেন।

এ ছাড়া ইংল্যান্ডের ডিভিশন টু তে আরো খেলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, শামসুর রহমান, জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দিকী সহ আরো অনেকে।

শুধু ইংল্যান্ড নয়, বাংলাদেশি ক্রিকেটারদের পছন্দের তালিকায় আছে যুক্তরাষ্ট্রও। ঢাকার ক্রিকেট ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে নিয়মিত খেলেন পেসার আবুল হোসেন রাজু। তাঁর সাথে এবার যোগ দিয়েছেন নাসির হোসেন, ইলিয়াস সানিরাও। 

প্রসঙ্গত, লাস্ট ম্যান স্ট্যান্ডিং চ্যাম্পিয়নশিপে সাব্বিরের দল ফেনী স্পোর্টস অ্যাকাডেমি রয়েছেন পয়েন্ট তালিকার ৫ নম্বরে। জানিয়ে রাখা ভাল, অপেশাদার ক্রিকেটারদের এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবার এবি ডি ভিলিয়ার্স!

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link