More

Social Media

Light
Dark

রানবন্যার কুশীলব

টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট। এই ফরম্যাটে রান করতেই ব্যাটসম্যানের মাথার ঘাম সবচাইতে বেশি পায়ে ফেলতে হয়।

পাঁচ দিনের এই খেলাটা তাই ক্রিকেটারদের কাছে বিশেষ কিছুই। তবে এই কঠিন ফরম্যাটেও এমন কিছু ক্রিকেটার আছে যারা এক দিনেই ২০০-এর ওপরও রান তুলতে সক্ষম হয়েছেন। এমন পাঁচ ক্রিকেটার যারা কিনা টেস্ট ক্রিকেটের একদিনে সবচাইতে বেশি রান তুলেছে- তাঁর নিয়েই গল্প বলব আজ।

  • স্যার ডোনাল্ড ব্রাডম্যান২৭১ বনাম ইংল্যান্ড

টেস্ট ক্রিকেটে স্যার ডন ব্রাডম্যানকে কে না চেনে! ১০০ এর কাছাকাছি গড় তাঁর। স্যার ডনের রেকর্ডের কথা বললে তো দিন ফুরোবে না।  নিজ আলোয় উদ্ভাসিত ব্রাডম্যানের খেলা এমনই এক টেস্ট ছিল ১৯৩৪ সালে; ইংল্যান্ডের বিপক্ষে। টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড অল-আউট হয়ে যায় ২০০ রানে।

ads

২০০ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে স্কোরবোর্ডে জমা করে ৫৮৪ রান। স্যার ডন ব্রাডম্যান একদিনেই ৩০৪ রানের মোকাবেলায় ২৭১ রান করেন। শেষ অব্দি অবশ্য তিনি ৪৭৩ বলে ৩০৪ রান করে আউট হয়ে যান।

  • ডেনিস কম্পটন- ২৭৩ বনাম পাকিস্তান

ম্যাচটা ছিল ১৯৫৪ সালে; নটিংহ্যামে। টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তান ৬৫ ওভারে তুলতে পারে মাত্র ১৫৭ রান। এরপর প্রথম দিনেই ইংল্যান্ড ব্যাট করতে নামলে ডেনিস কম্পটন ৫ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নামলে রেকর্ড বুকে নাম উঠিয়ে ফেলেন ডেনিস কম্পটন। পুরো দিনেই তিনি করেন ২৭৩ রান আর শেষ অব্দি ২৮৭ বলে ২৭৮ রান করে আউট হয়ে যান। সে ম্যাচ ইংল্যান্ড ইনিংস ও ১২৯ রানের ব্যাবধানে জিতে যায়।

  • বীরেন্দ্র শেবাগ- ২৮৪ বনাম শ্রীলঙ্কা

একদিনে সবচাইতে বেশি রান তোলার তালিকায় বীরেন্দর শেবাগের নাম না থাকলেই ব্যাপারটা অন্যায় হয়ে যেত। বীরেন্দ্র শেবাগ সে অন্যায় হতে দেননি।

মুম্বাইয়ের সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অল-আউট হয়ে যায় ৩৯৩ রানে। এরপর শেবাগ ওপেন করতে নামলে ম্যাচের দ্বিতীয় দিনে শেবাগ পুরো এক দিনে করেন ২৮৪ রান। এরপর অবশ্য তৃতীয় দিনে ২৯৩ রানে আউট হয়ে যান তিনি। ভারত শেষ অব্দি ম্যাচটা জিতে।

  • ওয়ালি হ্যামন্ড- ২৯৫ বনাম নিউজিল্যান্ড

ইংলিশ ক্রিকেটার ওয়ালি হ্যামন্ডের নামটা অবশ্য এ তালিকায় একটু অপরিচিতই লাগবে একালের ক্রিকেট ভক্তদের। ১৯৩৩ সালের সে ম্যাচটাতে প্রথমে ব্যাট করতে নামলে অল-আউট হয়ে যায় ১৫৮ রানে। এরপর ইংল্যান্ডের ইনিংসে ওয়ালি ব্যাট করতে নামেন তিন নম্বরে। সেদিন পুরো দিনে তিনি করেন ৪১ রান।

তবে নিজের সেরাটা তিনি জমিয়ে রেখেছিলেন পরের দিনের জন্যে। পুরো দিন খেলে ওয়ালী হ্যামন্ড করেন ২৯৫ রান আর পুরো ইনিংসে তাঁর রান দাঁড়ায় ৩৩৬! সে ম্যাচ শেষ অব্দি ড্র করে ইংল্যান্ড।

  • স্যার ডোনাল্ড ব্রাডম্যান- ৩০৯ বনাম ইংল্যান্ড

তালিকার এক নম্বর নামটা কিন্তু অনুমতই। তবে এই তালিকায় ডন ব্রাডম্যান যেটা করেছেন, সেটা করতে পারেনি আর কেউই। তিনি একদিনে করেছেন ৩০০ এর ওপরে রান। লিডসের সে ম্যাচে ইংল্যান্ডের সাথে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।

তিনে ব্যাট করতে নামা ব্রাডম্যান সেদিন পুরোদিন খেলে করেন ৩০৯ রান। ব্রাডম্যান সেদিন এতটাই অপ্রতিরোধ্য ছিলেন যে ইংলিশ বোলারদের কাছে ব্রাডম্যানের কোন জবাব ছিল না।

পুরো ইনিংসে অবশ্য তিনি ৪৪৮ বল খেলে ৩৩৪ রান করেন।

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link