More

Social Media

Light
Dark

বাবর-কোহলি, পাশাপাশি

কিছুদিন আগেই বাবর আজমের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন মোহাম্মদ আমির। গণমাধ্যনে বাবরকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করার পর পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলার সময় অযাচিত আগ্রাসন দেখিয়েছেন পাকিস্তান অধিনায়কে প্রতি।

যদিও এরপর এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানিয়েছিলেন, বাবর আজমের সাথে কোনো দ্বন্দ্ব নেই তাঁর। এবার নিজের পছন্দের সেরা তিন ব্যাটারের তালিকাতেও রাখলেন সাবেক এই সতীর্থকে।

ইউটিউবে একটি প্রশ্ন-উত্তর পর্বে নিজের সেরা তিন ব্যাটার ও বোলারের নাম জানান আমির। ব্যাটারদের বিষয়ে প্রশ্ন করা হলে আমির বলেন, ‘বিরাট কোহলি আমার প্রিয়। টি-টোয়েন্টি বাদ দিলে বাবর আজমও আমার প্রিয়। সে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আমার সেরা ব্যাটারের তালিকায় থাকবে। এবং সবশেষে, শুভমান গিল। কারণ আমার মনে হয়, সে ভারতের ভবিষ্যৎ তারকা হতে যাচ্ছে যদি সে তাঁর ফর্ম ধরে রাখতে পারে।’

ads

বোলারদের ক্ষেত্রে আমির জানান, কিউই পেসার ট্রেন্ট বোল্টই তাঁর কাছে এখনকার সময়ের সেরা পেসার। এছাড়াও স্বদেশী নাসিম শাহকেও এই তালিকায় রাখেন আমির।

আমির বলেন, ‘আমার জন্য এক নম্বরে থাকবে ট্রেন্ট বোল্ট এবং এরপর নাসিম শাহ। এদেরকে আমি পরিপূর্ণ বোলার মনে করি যারা তিন ফরম্যাটেই খেলতে পারে। এবং আমার কাছে তৃতীয় সেরা হলো মিশেল স্টার্ক।’

শুধু ব্যাটার বোলারই নয়। এই সাক্ষাৎকারে নিজের পছন্দের কোচের নামও জানান আমির। তিনি মনে করেন মিকি আর্থারই তাঁর দেখা সেরা কোচ। জাতীয় দলে খেলার সময় মিকি আর্থারের অধীনে দীর্ঘদিন খেলেছেন আমির। আর্থারের কোচিং দর্শনেও মুগ্ধ তিনি। এছাড়াও নিজের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রাখার জন্য এই দক্ষিন আফ্রিকানের প্রতি কৃতজ্ঞ আমির।

এছাড়াও আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের ভালো সুযোগ দেখেন আমির। এশিয়ার কন্ডিশনে খেলা হওয়ায় পাকিস্তানকে কখনোই হিসেবের বাইরে রাখা যাবে না বলে মত আমিরের। এছাড়াও আমিরের প্রেডিকশন, এবারের বিশ্বকাপে বিশ্ববাসী দেখতে পারে ভারত-পাকিস্তানের মেগা ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link