More

Social Media

Light
Dark

চার পেসার খেলাবেন হাতুরু!

ঘরের মাঠে টেস্ট ম্যাচ। অথচ বাংলাদেশের স্কোয়াডে মাত্র দু’জন স্পেশালিস্ট স্পিনার। শেষবার কবে এমন ঘটনা ঘটেছে তা খুঁজে পেতে হাতরাতে হবে রেকর্ডের পাতা। গত কয়েক বছরে একাদশে তিন বা চারজন স্পিনার খেলানোটা নিয়ম বানিয়ে ফেলা বাংলাদেশ কিনা এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াডেই রেখেছে দুইজন স্পিনারকে।

টেস্টের আগের দিন পর্যন্ত মিরপুরে উইকেট সবুজই আছে। টেস্টের দিন সকালেও ঘাস অনেক বেশি ছোট হবার সম্ভাবনা কম। বাংলাদেশের স্কোয়াডও সেই বার্তাই দিচ্ছে।পাঁচ বোলারের ফর্মুলায় গেলে তিন পেসার নিয়ে খেলতে হবে তা নিশ্চিত। তবে আরো অবাক করার ব্যাপার হলো সংবাদ সম্মেলনে কোচ চান্দিকা হাতুরুসিংহে আভাস দিয়ে রাখলেন, চার পেসার নিয়েও মাঠে নেমে যেতে পারে বাংলাদেশ।

২০১৯ সালে সবে মাত্র টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানরা টেস্ট খেলতে এসেছিল বাংলাদেশে। তখন প্রবল সমালোচনার মুখে চট্টগ্রামে স্পিন সহায়ক পিচ তৈরির প্রেসক্রিপশন দিয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। স্পিন সহায়ক পিচ বানানোর সেই পরিকল্পনা তীর হয়ে ফিরে আসে নিজেদের দিকেই। চার স্পিনার নিয়ে মাঠে নামা বাংলাদেশ আফগান স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি। ২২৪ রানের বিশাল ব্যবধানে সেই টেস্ট হেরে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম লজ্জার দিন উপহার দিয়েছিল বাংলাদেশ।

ads

সেই ম্যাচে ১১ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই হারিয়ে দেয়া আফগান অধিনায়ক রশিদ খান এবার ইনজুরির কারণে দলে নেই। তবে রশিদ না থাকা সত্ত্বেও আগের ভুল আর করতে চায় না বাংলাদেশ। আফগানদের স্বাগত জানাতে তাই মিরপুরে প্রস্তুত করা হচ্ছে সবুজ ঘাসের উইকেট।

মিরপুরে টেস্টের আগের দিন অবধিও উইকেটে বেশ ভালো পরিমাণ ঘাস দেখা গেছে। তবে সেটা কাটগ্রাস উইকেট হতে যাচ্ছে কিনা তা নিশ্চিত নয়। তবে রশিদ ছাড়াও দারুণ বৈচিত্রপূর্ণ আফগান বোলারদের থামাতে উইকেটে ‘লাইভ ঘাস’ দেখা যাবার সম্ভাবনাই বেশি।

সেক্ষেত্রে উইকেট থেকে সহায়তা পাবেন পেসাররা। ১৫ জনের এই স্কোয়াডে আছেন পাঁচ পেসার। এর মধ্যে তিনজন একাদশে খেলবেন সেটি মোটামুটি নিশ্চিত। তবে বাংলাদেশ আরো আক্রমণাত্মক ফর্মুলায় গেলে হয়তো চার পেসার নিয়েও মাঠে নেমে যেতে পারে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তেমন আভাসই দিয়ে রাখলেন কোচ চান্দিকা হাতুরুসিংহে।

তাসকিনের একাদশে থাকা না থাকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তাসকিন শেষ পর্যন্ত একাদশে থাকলে তাঁর সঙ্গী হতে পারেন এবাদত। বৈচিত্রের কারণে একাদশে জায়গা হতে পারে বাঁ-হাতি পেসার শরিফুলেরও। আর বাংলাদেশ চার পেসার নিয়ে মাঠে নামলে অভিষেক হয়ে যেতে পারে পেসার মুশফিক হাসানের।

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের উইকেট কেমন হবে সেটি নিয়েই এখন আগ্রহ সবার। তবে ধারণা করা হচ্ছে উইকেটে অনেক ঘাস দেখা গেলেও শেষ পর্যন্ত ব্যাটিং সহায়কই হতে যাচ্ছে মিরপুরের উইকেট। মিরপুরের মাটি ও জুন মাসে ঢাকার গরমের কারণে সে ভাবে পুরোপুরি পেস সহায়ক উইকেট প্রস্তুত করাও বেশ কঠিন। তবে উইকেট যে স্পিন সহায়ক হচ্ছে না সেটি নিশ্চিত হওয়া গেছে স্কোয়াড ঘোষণার দিনই।

হাতুরুসিংহে তাঁর প্রথম মেয়াদে ২০১৫ সালে অনেকটা সবাইকে অবাক করেই ভারতের বিপক্ষে ওয়ানডেতে খেলিয়েছিলেন চার পেসার। বাংলদেশ ক্রিকেটে পেস বিপ্লবের শুরু দিকে বিরাট উল্লেখযোগ্য ঘটনা হয়ে আছে সেটি। এবার টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে হাতুরু চার পেসার নিয়ে নামলে পেস বিপ্লব ২.০ তে বড় এক ঘটনাই হয়ে থাকবে সেটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link