More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

বেনজেমার বিকল্প খুঁজে পেয়েছে রিয়াল

অনেকটা সবাইকে অবাক করেই রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর থেকে রিয়ালের আক্রমণভাগের নেতৃত্ব দেয়া বেনজেমার বিদায়ে তাই বিরাট এক শূন্যস্থান তৈরি হয়েছে।

সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে নতুন কাউকে দলে ভেড়াতে তাই কোমড় বেঁধেই নেমেছে রিয়াল কর্তৃপক্ষ। ইতোমধ্যেই বেশ কয়েকটি নাম আছে রিয়ালের সম্ভাব্য তালিকায়। হ্যারি কেইন আর কাই হাভার্ট আছেন রিয়ালের সেই তালিকার উপরের দিকে।

হ্যারি কেইনের সাথে টটেনহ্যাম হটস্পারের আরো এক বছরের চুক্তি বাকি থাকায় রিয়ালের তাকে না পাবার সম্ভাবনাই আপাতত বেশি বলে মনে হচ্ছে। তবে চেলসির জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টকে দলে আনার জন্য আলোচনা শুরু করেছে রিয়াল।

ads

এছাড়াও রিয়ালের পছন্দের তালিকায় আছেন বুন্দেসলিগার দল ফ্রাঙ্কফুর্টে খেলা ফরোয়ার্ঢ কোলো মুয়ানি। সদ্য শেষ হওয়া মৌসুমে দারুণ পারফর্ম করেন মুয়ানি। বুন্দেসলিগায় এবারের মৌসুমে ১৫ গোল ও ১১ এসিস্ট আছে এই স্ট্রাইকারের। বেলিংহামের পর এবার বুন্দেস লিগার এই তারকাকে পেতে আগ্রহী রিয়াল এমনটাই গুঞ্জন বিভিন্ন সংবাদমাধ্যমে।

তবে মুয়ানিকে পাওয়া মোটেও সহজ হচ্ছে না রিয়ালের জন্য। প্যারিস সেইন্ট জার্মেইন, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মত ক্লাবগুলোও মুয়ানিকে পেতে চাইছে আসছে গ্রীষ্মকালীন দলবদলে।

তবে মুয়ানিকে বিক্রির জন্য আগের ১০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি ঠিক করে রেখেছে ফ্রাঙ্কফুর্ট। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাবার জন্য এই অর্থ খুব বেশি বড় হবার কথা নয় ফ্লোরেন্তিনো পেরেজের জন্য। অন্যদিকে, ইউনাইটেড বা চেলসির মত ক্লাবগুলো পিছিয়ে যেতে পারে এই উচ্চ ট্রান্সফার ফির জন্য।

সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে ইতোমধ্যেই ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এন্ড্রিক ফিলিপেকে দলে ভেরানো নিশ্চিত করে রেখেছে রিয়াল। তবে উয়েফার নীতি অনুযায়ী এন্ড্রিক রিয়ালে যোগ দেবেন ২০২৪ সালে।

তাই করিম বেনজেমার জায়গায় কাউকে না কাউকে দলে ভেরাতেই হবে রিয়ালকে। ভিনিসিয়াস, রদ্রিগোদের সাথে রিয়ালের ফরোয়ার্ড লাইনে আগামী মৌসুমে তাই দেখা যেতে পারে মুয়ানিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link