More

Social Media

Light
Dark

মেসি-বেনজেমা, দুজনের গন্তব্যই সৌদি আরব

মেসিকে নিয়ে নানামুখী খবর এখন দলবদলের বাজারে। আল হিল্লালের লোভনীয় প্রস্তাবে সৌদি যাত্রা নাকি আবারো বার্সায় প্রত্যাবর্তন? এই দুই প্রশ্নেই মূলত আটকে আছে মেসির ভবিষ্যৎ গন্তব্য। কোনো কিছুই নিশ্চিত নয়। নিশ্চিত শুধু তাঁর বর্তমান ক্লাব পিএসজি প্রস্থানের ব্যাপারটা।

দলবদলের বাজারে মেসিকে নিয়ে চলমান এই জল্পনা কল্পনার মধ্যেই আবার ঢুকে পড়েছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। সৌদি আরবের আরেক ক্লাব আল ইত্তিহাদ নাকি ২০০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়াতে চায় রিয়ালের এই ফ্রন্টম্যানকে। এমন লোভনীয় প্রস্তাব অগ্রাহ্য করাটাও বেশ কঠিন। তাই বেনজেমার সৌদি যাত্রার ঘনীভূত হয়েছে গুঞ্জনের পর থেকেই।

একই পরিস্থিতি মেসির ক্ষেত্রেও। রেকর্ড ৪০০ মিলিয়ন ইউরোতে তাঁকে দলে ভেড়াতে চায় আল হিল্লাল। ফ্রান্সের বেশ কিছু গণমাধ্যম জানাচ্ছে, এতদিন মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে সৌদির এ ক্লাবের নাম আসতে মেসির বাবা জোর্জে মেসি অস্বীকার করলেও, সম্প্রতি তাঁর নাকি মন গলেছে।

ads

তিনি এত লোভনীয় অঙ্কের প্রস্তাব মূলত ফিরিয়ে দিতে চাচ্ছেন না। যদিও কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। সামনের দিনগুলোতে হয়তো মেসি, বেনজেমার দলবদলের খবরে আরো সরব থাকবে ফুটবল প্রাঙ্গন।

তবে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল আবার এক প্রকার নিশ্চিত করেই বলেছেন যে, মেসি, বেনজেমার পরের অধ্যায়টা সৌদি আরবেই হতে যাচ্ছে।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট-এর সূত্রে, সৌদি আরবের এ মন্ত্রী দাবি করেছেন, ‘মেসি, বেনজেমার দলবদল নিয়ে চলমান খবর কোনো গুঞ্জন নয়, এটা সত্যই হতে যাচ্ছে। শুধু কিছু সময়ের অপেক্ষা। ক্লাব গুলো অফিশিয়ালি জানালেই সব পরিস্কার হবে।’

বিশ্বকাপ ফুটবলের পর থেকেই ফুটবল মানচিত্রে নিজেদের জায়গাটা সংহত করার লক্ষ্যে এগিয়েছে সৌদি আরব। কাড়ি কাড়ি অর্থের প্রলোভনে তাদের নিশানা এখন ইউরোপের তারকা ফুটবলারদের দিকে। সেই ধারাবাহিকতায় মাস পাঁচেক আগে রেকর্ড ২০০ মিলিয়ন ইউরোতে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল সৌদি আরবের ক্লাব আল-নাসর।

এরপর থেকেই মূলত পাল্টে যেতে থাকে সৌদি আরব প্রো লিগের হালচাল। ইউরোপের ফুটবল ছাড়াও এখন দর্শকদের আগ্রহ রয়েছে এই লিগ নিয়েও। আর এর সেই আগ্রহ আরো বাড়াতেই সৌদি আরবের ক্লাব গুলো রীতিমত টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে ইউরোপ মাতানো ফুটবলারদের সামনে।

মূলত, যারা ক্যারিয়ারের শেষের দিকে আছেন, কিন্তু জনপ্রিয়, তাদেরকেই দলভূক্ত করতে চাচ্ছে সৌদি আরবের ক্লাব গুলো। আর সেই টোটকা অনেকটা গিলেও ফেলছেন বা ফেলবেন। কারণ ক্যারিয়ারের অন্তিম লগ্নে এমন মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই বিস্ময়ের ব্যাপার।

মেসি, বেনজেমাও এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে। তাই বাস্তবতার নিরিখে তাদের সৌদিমুখী হওয়া মোটেই অবাক করা কোনো ব্যাপার হবে। তবে যেহেতু কোনো কিছুই আনুষ্ঠানিক নয়, তাই  আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত, নিশ্চিতভাবেই মেসি, বেনজেমার দলবদলের খবর নিয়ে এখন জল্পনা কল্পনা হবে বিস্তর।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link