More

Social Media

Light
Dark

আইসিসির ভুল সংশোধন: নয়ে ফিরলো বাংলাদেশ

আইসিসি তাঁদের বার্ষিক টেস্ট র‌্যাংকিং হালনাগাদ করেছিল একদিন আগে। সেখানে বাংলাদেশকে টপকে টেস্ট র‌্যাংকিংয়ের নয়ে উঠেছিল আফগানিস্তান। তবে, এখানে একটা ভুল ছিল আইসিসির তরফ থেকেই। সেই ভুলটা তাঁরা সংশোধন করেছে বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির কাছ থেকে পাওয়া একটা মেইলের ভিত্তিতে। এবার তাঁরই লেখায় যানা যাক ঘটনার বিস্তারিত।

______________________

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ের ব্যাপারটি নিয়ে কালকে আইসিসিতে একটি মেইল করেছিলাম। বার্ষিক হালনাগাদের সময় আইসিসি বলেছিল, র‍্যাংকিং বিবেচিত হওয়ার মতো যথেষ্ট টেস্ট আফগানিস্তান খেলেনি। তাহলে এখন কিভাবে তারা র‍্যাংকিংয়ে জায়গা পেল?

হালনাগাদের পর বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্ট খেলেনি। র‍্যাংকিংয়ে এই দুই দলের বদল তাই আসার কথা নয়।

ads

আজকে আইসিসি থেকে রিপ্লাই পেয়েছি ঘণ্টা দুয়েক আগে। তারা লিখেছে, ‘Hi Roney, Thanks for pointing this out. Afghanistan should not be there and so we are carrying out the change.’

এখন আইসিসির সাইটে গিয়ে দেখলাম, তারা শুধরে নিয়েছে। বাংলাদেশ নয় নম্বরে। আফগানিস্তান টেবিলে নেই। সবশেষ আপডেটে আজকের তারিখ।

গতকাল আমি লিখেছিলাম, ‘বুঝতে পারছি না এত হইচই কেন।’ আমার পয়েন্ট ছিল, আফগানিস্তানের রেটিং পয়েন্ট এমনিতেই বাংলাদেশের চেয়ে বেশি। আফগানরা র‍্যাঙ্কিংয়ে ঢুকলে তাই বাংলাদেশের ওপরেই থাকার কথা! পরে বুঝলাম, অনেকেরই রেটিং পয়েন্ট মনে থাকার কথা নয়। তাদের ভাবনায়ও থাকার কথা নয় এত খুঁটিনাটি। তাদের লাফালাফি তাই স্বাভাবিক।

তবে আমরা যারা সংবাদকর্মী, আমাদের মাথায় তো এটা থাকা উচিত। গত মে মাসে হালনাগাদের পর বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্ট খেলেনি, তার পরও কেন জায়গা ওলট-পালট হবে, এই সিম্পল প্রশ্নটা আমাদের মাথায় আসা উচিত। আমরা কেন কিছু না ভেবেই মূল ধারার গণমাধ্যমে নিউজ-টিউজ করে ফেলব?

আইসিসির সাইটের লোকজন টেবিল বানানোর সময় ভুল করেছে।কিন্তু আমাদের মাথায় যদি প্রশ্ন জাগত, যদি একটু গভীরে ভাবতাম, একটু সময় নিতাম, তাহলে তো নিউজে ভুল হয় না! আইসিসিতে একটা মেইল করা, একটু যোগাযোগের চেষ্টা করা কঠিন কিছু নয়। আমি নিশ্চিত দেখতে পাচ্ছি, কোনো একটা গড়বড় তো হয়েছেই। সেটা শিওর না হয়ে কেন নিউজ করব?

কালকের মতো আজকেও বলছি, এতে বাংলাদেশের বাস্তবতা বদলাচ্ছে না। র‍্যাঙ্কিংয়ে অবস্থান এখন ১০ হোক বা ৯, এমনকি ৮-৭ যদি থাকত, তবুও এটা সত্যি, বাংলাদেশ খুব বাজে টেস্ট দল, ২০ বছরে বলার মতো উন্নতি হয়নি, টেস্ট সংস্কৃতি কিছু নেই এই দেশে। কিন্তু কালকে আমরা লাফালাফি করলাম ভুল তথ্য নিয়ে। তার চেয়ে বড় ব্যাপার, আমরা অনেকে নিউজ করলাম ভুল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link