More

Social Media

Light
Dark

বাবর-আমির এখন ‘বন্ধু’

বোর্ড ও টিম ম্যানেজমেন্টের ওপর অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হতে চলল। ঘরোয়া লিগ গুলোতে খেলে চললেও সম্প্রতি মোহাম্মদ আমির বেশি করে আলোচনায় এসেছেন বাবর আজমের সাথে দ্বন্দ্বের ইস্যুতে। বাবর আজমকে টেলএন্ডারদের সাথে তুলনা দিয়ে একটা পর্যায়ে সমালোচনার কেন্দ্রে ছিলেন আমির।

ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ব্যাটারের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার শেষ নেই পাকিস্তানে। তবে শুধু বাবরের সমালোচনাকারীরাই নন, পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই মনে করেন অধিনায়কত্বের ভার কমিয়ে ব্যাটিংয়ে মনযোগী হওয়া উচিত বাবরের।

তবে অনেকটা অপ্রত্যাশিত ভাবেই অধিনায়কত্ব ইস্যুতে বাবরের পাশেই দাঁড়ালেন মোহাম্মদ আমির। এমনকি বাবরকে নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা বের করেছে মিডিয়া,এমন মন্তব্যও করেন আমির।

ads

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন বাবর আজমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন আমির। এমন মাঠেও বাবরের দিকে বাড়তি আগ্রাসন দেখাতে দেখা গেছে আমিরকে। বাবরের দিকে অযথাই বলও ছুঁড়ে মারেন আমির। তবে এবার নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন আমির নিজের ইউটিউব চ্যানেলে।

পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘বিষয়টি যারা ভুলভাবে উপস্থাপন করেছে, প্রথমে আমি তাদের প্রশ্ন করতে চাই। আমার এমন একটা সাক্ষাৎকার দেখান, যেখানে আমি বাবরকে গড়পড়তা বা টেলএন্ডার বলেছি। আমি সব সাক্ষাৎকারেই তাকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বলে এসেছি।’

বাবর আজমের বিরুদ্ধে বোলিং করাটা অনেকটাই কঠিন বলে মনে করেন আমির। তিনি বলেন, ‘আমি নিজের মুখে অনেকবার অনেক জায়গায় বলেছি যে তার টেকনিকের কারণে তাকে ওয়ানডে বা টেস্টে বোলিং করা খুব কঠিন। তাহলে আমি কি তাকে টেলএন্ডার ব্যাটসম্যান বলতে পারি?’

নিজের সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও মনে করেন আমির, ‘আমি বলতে চেয়েছিলাম যে বাবর আজম হোক আর ১১ নম্বর ব্যাটসম্যানই হোক, আমার কাছে উইকেট নেওয়াটাই গুরুত্বপূর্ণ। কারণ, উইকেট নিলে দলের লাভ।’

আমির আরো বলেন, ‘এই ধরুন শেষ ২ ওভারে প্রতিপক্ষের জয়ের জন্য ১২ রান লাগবে, তাদের ৮ উইকেট পড়ে গেছে। এই সময়ে তো টেলএন্ডাররাই ক্রিজে থাকে, তাই না? তাই তাদের আউট করাও সমান গুরুত্বপূর্ণ। আমি এটাই বলতে চেয়েছি। আমার কাছে সব উইকেটই গুরুত্বপূর্ণ, হোক সেটা বাবর আজমের অথবা টেলএন্ডারদের।’

এছাড়াও অধিনায়কত্বের বিষয়ে বাবরের পাশেই থাকলেন আমির। বিশ্বকাপের আগে বাবরকে অধিনায়কত্ব থেকে সরালে পাকিস্তান বিরাট ভুল করবে বলেও মনে করেন আমির ।আমির বলেন, ‘অধিনায়ক পরিবর্তনের কোনো কারণই নেই এখন। এর কোনো মানেই হয় না। সুতরাং বাবরকে অফিসিয়ালি বিশ্বকাপের জন্য অধিনায়ক ঘোষণা করা উচিত পাকিস্তানের যেমনটা তারা প্রধান কোচের নাম ঘোষণা করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link