More

Social Media

Light
Dark

‘অন্য’ জীবন

আপনি যেহেতু এই লেখাটা পড়ছেন, আমি ধরে নিচ্ছি আপনি ক্রিকেট ভক্ত।

একজন ক্রিকেট ভক্ত হিসেবে প্রিয় ক্রিকেট তারকার অনেকখানি ব্যক্তিত্ব আপনি হয়ত জানতে চাইবেন। কিন্তু আমি যদি বলি, অনেক বড় ক্রিকেট তারকারই ক্রিকেটের বাইরে অন্যকিছুতে আগ্রহ ছিল, ক্রিকেট পিচের বাইরেও পছন্দ ছিল অন্যকিছু। এরকমই কয়েকজন ক্রিকেট তারকার মজার ও অন্যরকম শখের গল্প বলবো আজ।

  • অ্যালিস্টেয়ার কুক (কৃষিকাজ)

ads

সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে কে না চেনেন। নামের কারণে তাকে রাধুনি বলে ভুল হলেও আসলে তিনি একজন শওখের কৃষক। ক্রিকেটের কারণে নাইটহুড উপাধি পাওয়া এই ক্রিকেটারের শখ কৃষিকাজ। আপনি হয়ত বিশ্বাস করবেন না, ইংল্যান্ডের গ্রামে কুকের আবাদি জমি আর পশুর খামারও আছে। সেখানে তিনি নিয়মিত যান, চাষ করেন, পশুগুলোর দেখভাল করেন। অ্যালিস্টার কুক এখন খেলছেন এসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে।

  • ডেল স্টেইন (ফটোগ্রাফি)

দক্ষিণ আফ্রিকার আগুনে এই পেসারকে পুরো ক্রিকেট বিশ্বই চেনে, যার হাতে বল থাকলে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় ব্যাটসম্যানের। ক্রিকেট বল হাত থেকে ছাড়া পেলে ডেল স্টেইন ভালোবাসেন ঘুরতে, ছবিউ তুলতে। ছবি তোলা এক রকম নেশাই বলা যায় ডেল স্টেইনের। আর সেই নেশা এতটাই যে ফটোগ্রাফির উপর একটা কোর্সও তিনি করেছেন ক্রিকেটের পাশাপাশি।

  • ম্যাথু হেইডেন (বাগান করা)

অস্ট্রেলিয়ান এই উইকেট কিপার ব্যাটসম্যান এখন রয়েছেন অবসরে। তবে, অবসর যাপনটা তাঁর কাটে বাগান করাতেই। আসলে, যখন তিনি ক্রিকেট খেলতেন তখন থেকেই বাগান করার প্রতি একটা টান ছিল ম্যাথু হেইডেনের। আর এখন সেই শখটাকে যে তিনি সিরিয়াসভাবেই নিয়েছেন তা তো হেইডেনের কার্যক্রমেই স্পষ্ট। ম্যাথু তাঁর বাগানে এখন চাষ করছেন নানা ধরণের অর্গানিক সবজি। এমনকি সেসবের উপকারিতা নিয়ে একটা বইও লিখে ফেলেছেন তিনি।

  • শেন ওয়ার্ন (পোকার খেলা)

ম্যাথু হেইডেনের মত আরেক অস্ট্রেলিয়ান শেন ওয়ার্নেরও শখ আছে ক্রিকেটের বাইরে। অবসরে যাওয়া এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ভালবাসেন পোকার খেলতে। তাঁর এই ভালবাসা আর পোকারের প্রতি টান এত তীব্র যে নিয়মিত পোকারের চর্চা করেন তিনি। এমনকি পোকারের আন্তর্জাতিক টুর্নামেন্ট ওয়ার্ল্ড সিরিজ অফ পোকার এও অংশ নিয়েছেন ওয়ার্ন। ওয়ার্ন এখন পেশাগতভাবে ধারাভাষ্যকার, এ সময়টুকুর বাইরে যতটুকু সময় তিনি পান, অনলাইন পোকার খেলে সময় কাটান।

  • সুরেশ রায়না (গান গাওয়া)

সুরেশ রায়না আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই বছর। মহেন্দ্র সিং ধোনির সাথে বিদায় বলে দেওয়া এই ভারতীয় ক্রিকেটার নিজের সময়ে ছিলেন কার্যকরী এক খেলোয়াড় আর দুর্দান্ত এক ফিল্ডার। তবে, শুধু ক্রিকেটই তাঁর একমাত্র প্রতিভা ছিল না, সুরেশ রায়নার গানের গলাও যে অসাধারণ। সেই গানের গলা এতই অসাধারণ যে তিনি বলিউড সিনেমা মিরিথুয়া গ্যাংস্টারস এ প্লেব্যাক গায়ক হিসেবে গানও গেয়েছেন। আর এতেও ক্রিকেটের মত শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তিনি।

  • আরাফাত সানি (কবুতর পোষা)

একটা সময়ে আরাফাত সানি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অপরিহার্য এক সদস্য। বাঁ-হাতি স্পিনের ভেলকি দেখিয়ে তিনি টেল-এন্ডারদের লেজ গুটিয়ে দিতেন দুর্দান্ত ভাবে। সেই আরাফাত সানির কিন্তু ক্রিকেটের বাইরেও এক শখ আছে আর তা হল কবুতর পোষা। সেই শখে তিনি এতই মগ্ন যে এক সময় পুরান ঢাকাতে কবুতরের একটা বড়সড় সংগ্রহ ছিল তাঁর ।

লেখক পরিচিতি

আদ্যোপান্ত স্টোরিটেলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link