More

Social Media

Light
Dark

হাতুরুসিংহের সহকারী নিক পোথাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলেছিল, দেশের কাউকেই নিয়োগ দিতে চায় তাঁরা। তবে, সেই কথা রাখল না তাঁরা। অবশ্য রাখার খুব একটা সুযোগও ছিল না। কারণ, দেশিদের মধ্যে সিভি এসেছিল কেবল একটা। তিনি কোচ মিজানুর রহমান বাবুল।

ধারণা করা হচ্ছিল, বাবুলই হবেন জাতীয় দলের সহকারী কোচ। তবে, সেটা হল না। দায়িত্বটা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নিক পোথাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই খবর নিশ্চিত করেছে।

৪৯ বছর বয়সী সাবেক উইকেটরক্ষক ব্যাটার পোথাসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী মাসে আয়ারল্যান্ডের মাটিতে তাঁদের বিপক্ষে অনুুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

ads

নিক পোথাস দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিনটি ওয়ানডে খেলেছেন। ২০১২ সালে একবার গ্রিস জাতীয় দলের হয়েও খেলেছেন। হ্যাম্পশায়ারের  হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রান করেছেন ৪০-এর ওপর গড় নিয়ে।

কোচিং ক্যারিয়ারটাকে বেশ সমৃদ্ধই বলা যায়। গ্রাহাম ফোর্ডের অধীনে তিনি শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ নিয়োগ পান ২০১৬ সালে। পরের বছর ফোর্ডের পদত্যাগের পর অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পান। দল নিয়ে জিম্বাবুয়ে ও ভারত সফর করেন।

স্টুয়ার্ট ল চলে যাওয়ার পর ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ দল তাঁকে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। তিন বছর তিনি মিডলসেক্স দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেট কিপিং কোচ ছিলেন।

ফলে, বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে তাঁকে বেশ হাই প্রোফাইলই বলা চলে। নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি। বললেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব আমার জন্য সম্মানের। দলটার প্রতিভা অন্যরকম। আমি বিশ্বাস করি, সামনের সময়গুলো খুবই রোমাঞ্চকর হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link