More

Social Media

Light
Dark

বারমুডার সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিচ্ছে বিসিবি

হাই পারফরম্যান্স ইউনিটের জন্য নতুন হেড কোচ নিয়োগ দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি হলেন বারমুডার সাবেক ক্রিকেটার ডেভিড হেম্প। বোর্ডের এক কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।

৫২ বছর বয়সী হেম্প ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে বারমুডার হয়ে খেলেছেন ২২ টি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। বারমুডার হয়ে খেললেও তিনি মোটামুটি হাই প্রোফাইল কোচ। ২০২০ থেকে ২০২২ সাল অবধি তিনি ছিলেন পাকিস্তান নারী দলের কোচ। এছাড়া মেয়েদের বিগ ব্যাশে কাজ করেছেন মেলবোর্ন স্টার্সের হয়েও। তিনি এখন কাজ করবেন বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটে।

এক বোর্ড কর্মকর্তা খবর নিশ্চিত করে বলেন, ‘আমরা এরই মধ্যে কাজটির ব্যাপারে তাঁর সাথে কথা বলেছি। সব কিছুই মোটামুটি চূড়ান্ত। চুক্তির বাদবাকি বিষয় কিছুদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।

ads

গেল ২০২০ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের সাবেক সহকারী কোচ টোরি রেডফোর্ড দায়িত্ব নেন বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের। তবে, করোনা মহামারির কারণে তিনি সেভাবে কাজই করতে পারেননি। গত কয়েকটা বছর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বটা পালন করেন সাবেক লঙ্কান ক্রিকেটার চম্পকা রমানায়েকে।

বাংলাদেশ অবশ্য এটাই হেম্পের প্রথম আগমন নয়। ১৯৯৪-৯৫ মৌসুমে তিনি ভারত ও বাংলাদেশ সফর করেন ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে। আসলে বারমুডার সাবেক কোচ হলেও তাকে ইংল্যান্ডের ঘরের ছেলেই বলা যায়। স্রেফ জন্মসূত্রে খেলেছেন বারমুডার হয়ে।

তিনি গ্লামারগনের গ্রেটদের একজন। ২৭১ টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ১৫ হাজারের বেশি রান। ৩০ টা সেঞ্চুরিও করেন। বাঁ-হাতি এই সাবেক ওপেনারের কাউন্টি ক্রিকেট ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধই বলা যায়। দলটির অধিনায়কত্বও করেন তিনি। এখন তিনি আছেন নতুন চ্যালেঞ্জের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link