More

Social Media

Light
Dark

ঘরোয়া লিগে খেলা উচিৎ ভারতীয় ব্যাটারদের

বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট নিয়ে আলোচনা যেন থামছেই না। ইন্দোরে সেই টেস্টের পিচ কিংবা ওই পিচে ভারতীয় ব্যাটিং লাইন আপের পুরোপুরি দুমড়ে মুচড়ে যাওয়া; আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই বিষয়গুলোই। স্পিন সহায়ক পিচে অজি ব্যাটাররা সংগ্রাম করবেন সেটিই স্বাভাবিক।

কিন্তু পুরো তৃতীয় টেস্টে রীতিমত মুখ থুবড়ে পড়েছেন ভারতীয় ব্যাটাররা। ভারতের সাবেক ওপেনার গৌতম গাম্ভীর মনে করেন এই সিরিজের জন্য প্রস্তুতি যথার্থ হয়নি ভারতের।

শুধু ইন্দোর টেস্ট নয়, পুরো সিরিজেই মোটা দাগে ব্যর্থ ভারতের ব্যাটিং লাইন আপ। পুরো সিরিজে বলার মত স্কোর পেয়েছেন কেবলমাত্র রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। প্রথম টেস্টে রোহিতের সেঞ্চুরির পর পূজারাও ফিফটির দেখা পেয়েছেন এই সিরিজে।

ads

এই দুই ব্যাটার ছাড়া বলার মত স্কোর পাননি আর কেউই। ভারতের মাটিতে ভারতীয় ব্যাটারদের স্পিনের বিপক্ষে এমন নাজেহাল অবস্থা দেখে অনেকেই মনে করছেন আধুনিক ক্রিকেটের ব্যাটাররা স্পিন সহায়ক পিচে কিভাবে খেলতে হয় সেটা জানেনই না।

ভারতের সাবেক ব্যাটার গৌতম গাম্ভীর মনে করেন, এই সিরিজের আগে ঘরোয়া লিগে কিছু ম্যাচ খেলে আসলে এমন অবস্থা হতো না ভারতীয় ব্যাটারদের। ভারতের জাতীয় দলের খেলোয়াড়দের রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলা উচিত ছিল কিনা এমন প্রশ্নে গাম্ভীর বলেন, ‘১০০ শতাংশ নয়, আমি ২০০ শতাংশ একমত। ভারতীয় ব্যাটারদের রঞ্জি ট্রফিতে কয়েকটা ম্যাচ খেলা উচিত ছিল এই সিরিজের আগে। আপনি ২০ দিনে অনুশীলন ক্যাম্প করুন অথবা নেটে অনেক ব্যাটিং করুন না কেন, সেটি কোনো কাজে আসবে না।’

গাম্ভীর আরো বলেন, ‘ প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়া সংগ্রাম করেছে কারণ তাদের অনুশীলন ম্যাচ খেলার একটা ঘাটতি ছিল। এবং এটি তারা ভেবেই মাঠে নেমেছিল যে তাদের প্রস্তুতির ঘাটতি আছে। এটি একটি নেতিবাচক মানসিকতা। ভারতের ব্যাটারদের ক্ষেত্রেও একই কথা বলা যায়। আমি শুধু ব্যাটারদের কথাই বলছি।পেস বোলারদের বিশ্রামের দরকার হয় এবং তারা সে কারণে বিরতি নিতে পারে। কিন্তু ব্যাটারদের রঞ্জি ট্রফিতে খেলা উচিত। রান করা উচিত। প্রতিটি গুরুত্বপূর্ণ সিরিজের আগেই রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলা উচিত ব্যাটারদের।’

ভারতের স্বীকৃত ব্যাটারদের দুর্দশা যে কতটা তা বোঝা যায় এই সিরিজের পরিসংখ্যান দেখলে। দ্বিতীয় টেস্ট শেষেও ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আট নম্বরে খেলা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তৃতীয় টেস্ট শেষেও ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই অলরাউন্ডার। সিরিজে ১৮৫ রান করা অক্ষরের গড় ৯২.৫০। ভারতের টপ অর্ডারের চরম ব্যর্থতার এই সিরিজে রান পেয়েছেন বাকি দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link