More

Social Media

Light
Dark

টি-টোয়েন্টি বোঝেন না দ্রাবিড়!

ফরম্যাট ভেদে আলাদা আলাদা অধিনায়কের ধারণাটা নতুন নয় আন্তর্জাতিক ক্রিকেটে। তবে যেটা নতুন সেটা হল, ফরম্যাট ভেদে আলাদা কোচ নিয়োগ। এক্ষেত্রে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল ইংল্যান্ড।

শুধু মাত্র সাদা পোশাকের জন্য ব্রেন্ডন ম্যাককালামকে কোচ হিসেবে নিয়োগ দিয়ে সাফল্যও পাচ্ছে ইংলিশরা। এবার ভারতের জন্যও এমন আলাদা আলাদা কোচ নিয়োগ দেখতে চান সাবেক স্পিনার হরভজন সিং।

অন্য দুই ফরম্যাটের সাফল্য বিবেচনায় টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে তুলনামূলক দুর্বলই ধরতে হবে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আর তেমন কোনো সাফল্য নেই ভারতের। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জন্য আলাদা কোচ নিয়োগ নিয়ে কথা হচ্ছে দীর্ঘদিন ধরেই।

ads

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হবার পর টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক নিয়োগ দেবার পক্ষে মত দিয়েছিলেন ভারতের অনেক সাবেক ক্রিকেটার। হার্দিক পান্ডিয়ার কাছে টি-টোয়েন্টি অধিনায়কত্ব তুলে দেবার পর এখন আলোচনায় এই ফরম্যাটের জন্য আলাদা কোচ।

টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফরম্যাটের ক্রিকেটের কনসেপ্ট ভালো ভাবে বোঝেন এমন কোচ নিয়োগ দেবার প্রস্তাব করেছেন হরভাজন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘হ্যাঁ, আপনার দুইজন অধিনায়ক আছে,তাই আমরা দুইজন কোচও নিয়োগ দিতে পারি। এমন কাউকে নিয়োগ দিতে হবে যার পরিকল্পনা ভিন্ন রকমের।’

হরভজন আরও বলেন, ‘ইংল্যান্ড যেভাবে ব্রেন্ডন ম্যাককালামকে নিয়োগ দিয়েছে সেভাবে বীরেন্দর শেবাগ কিংবা আশিষ নেহরার মত কাউকে নিয়োগ দেয়া উচিত। আশিষ আইপিএলে গুজরাটের হয়ে কাজ করেছে যেখানে হার্দিক প্রথমবার অধিনায়ক হিসেবে শিরোপা জিতল। তাই এমন কাউকে নিয়ে আসা উচিত যে টি-টোয়েন্টির ধারণার সাথে অনেকটা পরিচিত এবং এই ফরম্যাটের চাহিদা মেনে কাজ করতে পারবে।’

আলাদা কোচ নিয়োগ ভারতের জন্য দারুণ উপকারী হবে বলেও মনে করেন এই সাবেক অফস্পিনার, ‘আলাদা কোচ নিয়োগ হলে টি-টোয়েন্টির কোচ জানবে তাকে এই ফরম্যাটের ফোকাস করতে হবে। ধরা যাক, আশিষ নেহরা টি-টোয়েন্টির কোচ, তাহলে সে জানবে তাঁর কাজ হলো কিভাবে টি-টোয়েন্টিতে ভারতকে চ্যাম্পিয়ন বানানো যায় এবং রাহুল দ্রাবিড় জানবে কিভাবে ভারতকে টেস্ট এবং ওয়ানডেতে এক নম্বর দল বানানো যায় সেই বিষয়ে তাকে কাজ করতে হবে।’

বছরের শেষেই ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। ১২ বছর পর শিরোপা জিততে ভারতকে আরো বেশি প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন হরভজন সিং।

তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের আরো কিছুটা ইনটেন্ট দেখানো উচিত। আপনি যখন টি-টোয়েন্টি খেলবেন তখন তা আপনাকে ওয়ানডের মত করে খেললে চলবে না। আবার আপনি যখন ওয়ানডে খেলবেন তা আপনাকে টেস্টের মত করে খেললে চলবে না। দুই-তিনজন খেলোয়াড়ের ওপর ভরসা করে আমরা বিশ্বকাপ জিততে পারব না। যখন আপনার সামনে বিশ্বকাপ আছে তখন আপনার দলের আট থেকে নয়জনকে পারফর্ম করতে হবে একই সাথে। এক-দুইজন খেলোয়াড় আপনাকে ম্যাচ জেতাতে পারে কিন্তু একটা দলই আপনাকে টুর্নামেন্ট জেতাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link