More

Social Media

Light
Dark

যত গোল, তত বোতল

গোল হজম করে আর যাই হোক, নেশা হয় না; বরং নেশা কেটে যাওয়ার কথা।

কিন্তু গোল হজম করা সেই গোলরক্ষকদের এবার নেশাগ্রস্থ হওয়ার ব্যবস্থা করে ফেললো বাডওয়াইজার। চেক রিপাবলিকের এই বিখ্যাত বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান একটা কাজ করে ফেলেছে। দুনিয়ার নামকরা সব গোলরক্ষকের বাড়িতে পাঠাতে শুরু করেছে বিশেষ একটা বিয়ার!

গোলরক্ষক হলেই হবে না। এখানে বিশেষ একটা শর্ত আছে। কী শর্ত? মেসির কাছ থেকে গোল হজম করতে হবে!

ads

হ্যাঁ, এটা আসলে লিওনেল মেসির সাথে বাডওয়াইজারের একটা নতুন চুক্তির ফলে তৈরী হওয়া ক্যাম্পেইন। ঘটনাটা ঘটেছে মেসি যখন পেলের রেকর্ড ভেঙে ফেললেন, তার পর।

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৩ গোল করার রেকর্ডটা ছিলো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের। এটা তিনি করেছিলেন সান্তোসের হয়ে। গত মঙ্গলবার ভ্যালাদোলিদের বিপক্ষে গোল করে পেলেকে অতিক্রম করে যান মেসি। বার্সেলোনার হয়ে তার গোলসংখ্যা ৬৪৪।

আর এই সংখ্যাটাকে নিয়েই ক্যাম্পেইন করছে বাডওয়াইজার। তারা খুজে বের করেছে, এই ৬৪৪টি গোল মেসি কোন কোন গোলরক্ষনের বিপক্ষে করেছেন। দেখা গেলো মোট ১৬০ জন গোলরক্ষকের বিপক্ষে মেসি এই গোলগুলো করেছেন। কেউ একটা, কেউ পাচটা এবং কেউ ২১টা গোলও হজম করেছেন মেসির কাছ থেকে।

এবার বাডওয়াইজার বানিয়ে ফেললো একটা বিশেষ সংষ্করণের বিয়ারের বোতল।

এই সংষ্করণে মাত্র ৬৪৪টি বোতলই বানানো হলো। প্রতিটা বোতলের ওপরে মেসির ছবি এবং গোল নম্বর। আর সেই বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হলো এই গোলরক্ষকদের বাড়িতে। যে যে কয়টা গোল হজম করেছেন, সে পেলেন, সেই কয়টা বোতল!

শুরুতে মনে হয়েছিলো, এটা গোলরক্ষকদের জন্য অপমান। কিন্তু বাডওয়াইজার এতো কাঁচা কাজ করেনি। তারা আগে এই গোলরক্ষকদের সাথে আলাপ করে নিয়েছে। কারণ, এই তালিকায় জিয়ানলুইজি বুফন, ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তিরা আছেন। এরা সবাই ব্যাপারটা খুব স্পোর্টিংলি নিয়েছেন।

বোতল পেয়ে তার ছবি আবার পোস্ট করেছেন টুইটার, ফেসবুকে।

বুফন যেমন বোতল হাতে ছবি দিয়ে লিখেছেন, ‘এগুলো আমার জন্য মেসির উপহার। সে আমার বিপক্ষে ৫১৪ ও ৫১৫তম গোল করেছিলো বার্সেলোনার হয়ে। আমি এটা ভুলবো না। কারণ, ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম। তাই বলে আমি মেসির গ্রেটনেস অস্বীকার করতে পারি না। এটা দারুণ একটা রেকর্ড। তাকে অভিনন্দন।’

অ্যাটলেটিকো মাদ্রিদের কিপার জাঁ অব্লাকও পেয়েছেন বোতল। তিনি সেই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি এটাকে একটা স্বীকৃতি হিসেবেই নিচ্ছি। আমরা বছরের পর বছর অসাধারণ এক লড়াই করছি। মেসিকে অভিনন্দন এই রেকর্ড ভাঙার জন্য।’

মেসির কাছ থেকে সবচেয়ে বেশী বোতল পেয়েছেন ভ্যালেন্সিয়ার সাবেক গোলরক্ষক দিয়েগো আলভেজ-২১টি! আর অ্যাটলেটিকো বিলবাওয়ের সাবেক গোলরক্ষক গোরকা ইরাইজোজ পেয়েছেন ১৭টি বোতল।

বাডওয়াইজার এই ক্যাম্পেইনের অংশ হিসেবে মেসির এই দীর্ঘ যাত্রা নিয়ে একটা ভিডিও-ও তৈরী করেছে। ভিডিওটির নাম ‘দে সে’। এখানে মেসি তার এই ৬৪৪ গোলের যাত্রা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি বিশ্বজুড়ে তার ভক্তদের ধন্যবাদ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link