More

Social Media

Light
Dark

ডট বলে সাকিবের অনন্য রেকর্ড!

রেকর্ড আর সাকিব আল হাসান, ঠিক যেন একই বৃন্তে ফোঁটা দুটি  ফুল। ক্যারিয়ারের ১৭ তম বসন্তে পা দিয়েছেন। বয়স বেড়েছে, বাইশ গজের ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ব্যস্ততাও বেড়েছে। কিন্তু মাঠের সাকিব মানেই যেন বাংলাদেশ ক্রিকেট এক ধ্রুব পারফর্মারের নাম। রেকর্ডবুক যার জন্য সর্বদা চেয়ে থাকে।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন সাকিব। বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১০০০ টা ডটবলের রেকর্ড! খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে সাকিবের করা ডটবলের সংখ্যা ছিল ৯৯২ টি।

১০০০ থেকে ৮ ডটবল দূরে থেকে খুলনার বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব। অনন্য এ রেকর্ড যেন আজ সাকিবকে ডাকছিল। তাই খুলনার বিপক্ষে করা ২৪ টা ডেলিভারির মধ্যে ১১ টাতেই দিলেন ডটবল। আর এতেই বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ১০০০ ডটবলের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।

ads

বিপিএলে এখন বোলার সাকিবের করা ডটবলের সংখ্যা ১০০৩ টি। বিপিএলের ইতিহাস ঘাটলে দেখা যায়, এমন রেকর্ডে তাঁর ধারের কাছেও কেউ নেই। সাকিবের পর সর্বোচ্চ ৮৭৮ টি ডট বল দিয়েছেন মাশরাফি বিন মোর্তজা। আর ৬৫১ টি ডট বল দিয়ে এই তালিকার তৃতীয় অবস্থানে আছেন রুবেল হোসেন।

বিপিএলে এখন পর্যন্ত ২১৪২ টি বল করেছেন সাকিব। তার মধ্যে ১০০৩ টি বলেই ডট। অর্থাৎ প্রায় ৪৭ শতাংশ(৪৬.৮৪) বলেই সাকিব কোনো রান দেননি।

ডটবল দেওয়ার ক্ষেত্রে স্বীকৃত সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটেও সাকিব রয়েছেন সেরা পাঁচে। এই মুহূর্তে ৩১৬৮ টি ডটবল দিয়ে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তালিকায় প্রথমে রয়েছেন সুনীল নারাইন, যিনি এখন পর্যন্ত ৪৩৫৭ টি ডট বল করেছেন। এরপরে ৩৫৫৪ টি ডট বল করে দুইয়ে ডোয়াইন ব্রাভো আর ৩৪৬৭ টি ডট বল করে তিনে রয়েছেন রশিদ খান।

বিপিএলের ডটবলের এমন মাইলফলক ছোঁয়ার পর সাকিব এখন টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে। খুলনার ব্যাটার মাহমুদুল হাসান জয়কে বোল্ড করার মাধ্যমে বিশ ওভারের ক্রিকেটে ৯৯ বার বোল্ড করলেন সাকিব। অর্থাৎ আর এক বার বোল্ড করলেই বোলার হিসেবে ক্যারিয়ারে ১০০ বার বোল্ড আউট করার কীর্তি গড়বেন সাকিব।

বয়স বাড়ে। তবুও সাকিবের কীর্তি গড়ার ক্ষুধায় কোন ধরণের ঘাটতি চোখে পড়ে না। তিনি যেন প্রতিটা মুহূর্তে নিজেকে ছাপিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টাই চালিয়ে যান। নানান অর্জনের এই ক্যারিয়ারে কেবল এক আন্তর্জাতিক শিরোপাই অপূর্ণতা। তাঁর সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি সেই আক্ষেপের অবসান ঘটিয়েছেন। বাকি প্রশ্নের উত্তর সময়ের কাছেই তোলা থাক।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link