More

Social Media

Light
Dark

টি-টেনে ছয় বাংলাদেশি

আগামী মাসের ২৮ তারিখ থেকে মাঠে গড়াবে আইসিসি অনুমোদিত ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টেন ক্রিকেট লিগের ৪র্থ আসর।

জানুয়ারীর ২৮ তারিখে পর্দা উঠবে টি-টেন ক্রিকেট লিগের। ৯ দিন ৮ দলের লড়াই শেষে ৬ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব গুলো ম্যাচই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী জায়েদ  ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে গতকাল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যেখানে দল পেয়েছে বাংলাদেশি ৬ ক্রিকেটার।

টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশ থেকে সবার আগে দল পান মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে দলে নেয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ান মারাঠা অ্যারাবিয়ান্স। মোসাদ্দেকের পর আরো দুই বাংলাদেশীকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়ানরা। পেসার তাসকিন আহমেদের সাথে তারা দলে নিয়েছে অলরাউন্ডার মুক্তার আলীকেও।

ads

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেছেন ৩ জনই। ১৪৮ রানের পাশাপাশি ১০ উইকেট নিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। টুর্নামেন্টের ২য় সর্বোচ্চ ১৭ উইকেটের সাথে ব্যাট হাতেও ৭১ রান করেছিলেন মুক্তার আলী। তাসকিন আহমেদ ৯ ম্যাচে পেয়েছিলেন ৭ উইকেট।

মারাঠা অ্যারাবিয়ান্সে ৩ বাংলাদেশীর সাথে আরো খেলবেন মোহাম্মাদ হাফিজ ও লরি ইভান্সও। দলটির আইকন ক্রিকেটার হিসাবে রয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বাংলা টাইগার্স আফিফ হোসেনের সাথে দলে নিয়েছে শেখ মেহেদী হাসানকেও। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন এই দুই অলরাউন্ডার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ঝড়ো ইনিংস খেলার সামর্থ্য রয়েছে মেহেদী হাসান ও আফিফ হোসেনের।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই দুই অলরাউন্ডার। টুর্নামেন্টে ৮ ম্যাচে মাত্র ৪ উইকেট পেলেও দারুণ বল করেছেন মেহেদী হাসান। ব্যাট হাতেও করেছিলে ৮ ম্যাচে ১৪৫ রান। যার ভিতর ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসও রয়েছে। আফিফ হোসেন ব্যাট হাতে শুরুর দিকে ব্যর্থ থাকলেও শেষের দিকে দলকে শেষ চারে তুলতে ব্যাট হাতে অবদান রাখেন। ৯ ম্যাচে ২ অর্ধশতকে ১৪৬.৮৭ স্টাইকরেটে ১৮৮ রান করেন।

আফিফ ও মেহেদীর সাথে বাংলা টাইগার্সের জার্সিতে আরো খেলবেন আন্দ্রে ফ্লেচার, কায়েস আহম্মেদ, চিরাগ সুরি ও জনসন চার্লসও। বাংলা টাইগার্সের আইকন হিসাবে রয়েছে শ্রীলঙ্কান পেসার ইসরু উদানা।

টি-টেনের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশিদের কাছে সবচেয়ে বড় চমক ছিলো নাসির হোসেনের দল পাওয়া। ‘সি’ ক্যাটাগরি থেকে নাসির হোসেনকে দলে নিয়েছে ভারতীয় মালিকানাধীন পুনে ডেভিলস। ফিটনেস টেস্টে পাশ করতে না পেরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলতে পারেননি নাসির হোসেন। এছাড়া অনেক দিন হলো ক্রিকেটের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। পুনে ডেভিলসের আইকন ক্রিকেটার লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।

এছাড়াও টি-টেন লিগে ক্রিস গেইল খেলবেন টিম আবুধাবির হয়ে। পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদিকে দেখা যাবে ক্যালান্ডারসের জার্সিতে। দিল্লী বুলসের আইকন হিসাবে থাকবে ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলকে দলে নিয়েছে নর্থারন ওয়ারিয়র্স। সুনীল নারাইনকে আইকন হিসেবে পেয়েছে ডেকেন গ্ল্যাডিয়েটারস।

আবুধাবি টি-টেন টুর্নামেন্ট সরাসরি দেখা যাবে সনি টিভিতে। এছাড়াও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলিতে আবুধাবি স্পোর্টস, যুক্তরাজ্যের স্কাই স্পোর্টস এবং দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টসে দেখা যাবে এই লিগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link