More

Social Media

Light
Dark

ব্যাট দিয়ে বিপিএল শাসন সাকিবের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কে ‘যা তা’ টুর্নামেন্ট বলে টুর্নামেন্ট শুরুর আগে রীতিমতো ক্রিকেট পাড়া উত্তপ্ত করে ফেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু যখন মাঠের পারফরম্যান্সের প্রশ্ন আসে তখন বিপিএল অনেকটাই সাকিবের জন্যই।

এর আগের আট আসরের চারটিতেই টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়া সাকিব বিপিএল এলেই যেন থাকেন ফর্মের চূড়ায়। এবারও বল হাতে খুব দারুণ কিছু না করলেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আগের ম্যাচেই চট্টগ্রামের বোলারদের শাসন করে ৪৫ বলে ৮১ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। চট্টগ্রামের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন আজ রংপুরের বিপক্ষে যেন সেখান থেকেই শুরু করেছেন সাকিব। ৪৬ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টুর্নামেন্ট সর্বোচ্চ স্কোর এনে দিতে সাকিব ৪৩ বলে করেন ৮৯ রান।

ads

 

২০২২ বিপিএলের আগেও ব্যাট হাত ক্যারিয়ারের অন্যতম বাজে সময় কাটাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিপিএল এলেই যেন বদলে যায় দৃশ্যপট। দুর্দান্ত ফর্মে দলকে নিয়ে যান ফাইনালে।

এবারও টুর্নামেন্টের শুরু করেছেন খুনে মেজাজে। নিজেদের প্রথম ম্যাচেই সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে ৩২ বলে ২০৯ স্ট্রাইক রেটে করেন ৬৭ রান। এরপরের ম্যাচে ব্যাটিং এ নামেননি আর চট্টগ্রামের বিপক্ষে পরের ম্যাচে করেন ৩ বলে ৮ রান।

তবে পরের ম্যাচেই আবারো প্রথম ম্যাচের সাকিবকে দেখা যায় দৃশ্যপটে। ৪৫ বলে ৮১ রানের ইনিংসে দলকে জিতিয়ে ম্যাচসেরা হন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটি সাকিবের ৩৭ তম বার মাচ সেরা হওয়া। টি-টোয়েন্টির ইতিহাসে সাকিবের চেয়ে বেশি ম্যাচ সেরা হয়েছেন আর মাত্র ছয় ক্রিকেটার।

এবার রংপুরের বিপক্ষেও নিজের ফর্ম টেনে নিয়ে এলেন সাকিব। দল যখন ষষ্ঠ ওভারেই ৪ উইকেট হারিয়ে খাঁদের কিনারায় তখন ইফতিখার আহমেদকে নিয়ে ১৯২ রানের দুর্দান্ত জুটিতে দলকে ২৩৮ রানের পাহাড়সম পুঁজি এনে দেন সাকিব।

৪৩ বলে ছয়টি ছক্কা আর নয়টি চারে ৮৯ রানে অপরাজিত ছিলেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের সর্বোচ্চ স্কোরও এটি। এ ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদের ১৭৩ টি ছয় পেরিয়ে বাংলাদেশীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার অধিকারী এখন সাকিব।

বিপিএলের মাঝপথেই ইতোমধ্যেই টুর্নামেন্ট সেরার পথে অনেকটা এগিয়ে গিয়েছেন সাকিব।শুধু ব্যক্তিগত পারফরম্যান্সই নয় দলকে নিয়েও গত আসরের ফাইনালের দুঃখ ঘোচানোর দিকেই এগিয়ে যাচ্ছেন তিনি। রংপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ ম্যাচের ৩টিই জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে সাকিবের ফরচুন বরিশাল।

দল আর সাকিবের পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকলে বিপিএলের নবম আসতেই পঞ্চম বারের মত টুর্নামেন্ট সেরা হবার পথে সাকিবের সাথে কারো প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা খুবই কম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link