More

Social Media

Light
Dark

পাকিস্তানের জার্সি মাটিতে ছুঁড়ে ফেললেন আলিম দার

ম্যাচের তখন ৩৬ তম ওভার। হারিস রউফের করা চতুর্থ বলটি মোকাবিলা করলেন নিউজিল্যান্ড ব্যাটার গ্লেন ফিলিপ্স। মিড উইকেটে ফিল্ডিং করছিলেন মোহাম্মদ ওয়াসিম।

তাঁর করা থ্রো এসে লাগে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা আম্পায়ার আলিম দারের পায়ে। বল লাগার সাথে সাথে ব্যাথায় কুকড়ে ওঠেন আলিম, ছুড়ে ফেলেন তাঁর হাতে থাকা বোলার হারিস রউফের জার্সি।

ম্যাচ চলাকালীন আলিম দারের এমন জার্সি ছুড়ে মারার দৃশ্য অবশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলিম দারের ব্যাথা পাবার পরপরই ৩০ গজ বৃত্তে ফিল্ডিং করতে থাকা পেসার নাসিম শাহ ছুটে আসেন এবং আলিমের প্রাথমিক চিকিৎসা চালানোর চেষ্টা করতে থাকেন।

ads

পরে ম্যাজিক স্প্রের মাধ্যমে দ্রুত ব্যাথা নিরাময় করা হয় আলিম দারের। এরপর অবশ্য বাকি ম্যাচ পরিচালনা করতে খুব বেশি সমস্যা হয়নি তাঁর।

এর আগে করাচিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

এরপর কনওয়ের সেঞ্চুরি আর উইলিয়ামসনের দারুণ ব্যাটিংয়ে ২৬১ রান তোলে কিউইরা। ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৭৯ রানে জিতে সিরিজে সমতায় ফেরে সফরকারী নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link