More

Social Media

Light
Dark

শীতের রাতে রনির ব্যাটে উত্তাপ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের প্রথম দিনটা বুঝি রনি তালুকদারের নামেই হওয়া চাই। কেননা বিপিএলের প্রথম দিন রনি মাঠে নামা মানেই যেন একটা ঝড় বয়ে যায় মিরপুরে। রনি ঝড় তুলেছিলেন গতবছর বিপিএলের উদ্ভোধনী দিনে। রনি ঝড় তুললেন এবছরও।

এমনিতেই ঢাকায় চলছে শৈত প্রবাহ। ঘর থেকে বের হওয়াই যেন দায়। পুরো শহর জুড়ে একটা কনকনে বাতাস বইছে। মানুষজন কোনরকম লেপ মুড়ি দিয়ে দিন পার করছে। তবে এই বাতাস যথেষ্ট মনে হল না রনি তালুকদারের। মিরপুরে তিনি নতুন করে ঝড় তুললেন। বিপিএলের এবারের আসরেও প্রথম উত্তেজনা ছড়ালেন তিনিই।

গতবছর বিপিএলের প্রথম দিনও মাঠে নেমেছিলেন এই ওপেনার। সেবার অবশ্য খেলেছিলেন খুলনার হয়ে। সেদিনও রাতে ম্যাচে ঝড়ো ৬১ রানের ইনিংস খেলে ঢাকার কাছ থেকে জয় ছিনিয়ে এনেছিলেন।

ads

আজও ওপেন করতে নেমে কুমিল্লার বোলারদের ঘাম ঝড়িয়েছেন। রনির সামনে বল ফেলার জায়গা পাচ্ছিলেন না ফজল হক ফারুকি, মোহাম্মদ নবীরা। তরুণ পেসার আশিকুজ্জামানকে মেরেছেন টানা চার বাউন্ডারি।

রনি তালুকদার আজ ঝড় তুলেছেন একেবারে প্রথম ওভার থেকেই। তাঁর এমন ব্যাটিংয়ে ছয় ওভার শেষে রংপুর করতে পেরেছিল ৬৪ রান। এরপর কুমিল্লার দুই স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত, খুশদিল শাহদেরও বাউন্ডারি ছাড়া করেছেন।

নিজের অর্ধশতক পূরণ করতে খরচ করেছেন মাত্র ১৯ বল। বিপিএলে কোন বাংলাদেশি ব্যাটারের এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি। রনি অবশ্য এখানেই থামেননি। খেলেছেন ৩১ বলে ৬৭ রানের ইনিংস। ব্যাটিং করেছেন ২১৬.১২ স্ট্রাইকরেটে। ইনিংসটি সাজিয়েছেন ১১ টি চার ও ১ টি ছয় দিয়ে।

ওদিকে বাংলাদেশের হয়ে রনি সর্বশেষ মাঠে নেমেছিলেন ৮ বছর আগে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এই ওপেনারের। তবে মিরপুরে সেই ম্যাচে ২১ রান করার পর আর কখনোই জাতীয় দলে সুযোগ পাননি। রনি কেন বাদ পড়লেন কিংবা কেন আর কখনোই সুযোগ পেলেন না সেটাও এক রহস্য।

আট বছর ধরে জাতীয় দলের দরজাটা বন্ধ হলেও লড়াই চালিয়ে যাচ্ছেন নারায়নগঞ্জের এই ব্যাটার। বিশেষ করে বিপিএলে বরাবরই ব্যাট হাতে পারফর্ম করেন তিনি। তবুও এই ফরম্যাটে বরাবরই উপেক্ষিত থাকেন রনি।

ওদিকে রনি তালুকদারের এমন ইনিংসের পর বড় সংগ্রহের পথে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচেই তাঁরা নিজেদের শক্তিমত্ত্বাএ পরিচয় দিচ্ছে। ওদিকে রনি সাথে আরেকপ্রান্ত থেকে ওপেন করা নাঈম শেখ ধীরগতির ইনিংসই খেলেছেন। এই ব্যাটার ৩৪ বল খেলে করেছেন ২৯ রান। রংপুরের ব্যাটিং লাইন আপে আরো আছে শোয়েব মালিক কিংবা সিকান্দার রাজাদের মত ব্যাটার।

 

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link