More

Social Media

Light
Dark

বছর শেষে শীর্ষে যারা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় জেরে সদ্য বিদায়ী বছরের অনেকটা সময় আড়ালে ছিল ক্রিকেট। ক্রিকেটপ্রেমীরাও এসময় মজে ছিলেন নব্বই মিনিটের রোমাঞ্চে। কিন্তু ব্যাট-বলের খেলা থেমে থাকে নি, সারা বছর জুড়েই বিশ্বের নানা প্রান্তে মাঠে গড়িয়েছিল অভিজাত খেলা। সেই সাথে ক্রিকেটারদের পারফরম্যান্সেও দেখা গিয়েছে জোয়ার আর ভাটা।

এসবের ভিত্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাংকিংয়েও এসেছে কত কত পরিবর্তন। বারবার রদবদলের পর নতুন বছরের শুরুতে যারা আছেন আইসিসির র‍্যাংকিংয়ে তাদের নিয়েই আজকের আয়োজন।

  • টেস্ট

ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে নাম্বার ওয়ান হিসেবে ২০২৩ সাল শুরু করেছে অস্ট্রেলিয়া। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত লাল বলের সেরা দল হিসেবে বছর শুরু করেছিল ভারত; ভারতের একক আধিপত্য ভেঙে ছয় বছর পর নতুন কোন দল হিসেবে শীর্ষে উঠে এসেছে অজিরা।

ads

এই ফরম্যাটে সেরা ব্যাটার এবং বোলারও তাদের। ক্রিকেট ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে ব্যাট হাতে নামার পর থেকেই মারনাস লাবুশানে আছেন দুর্দান্ত ফর্ম। টেস্ট ব্যাটারদের মাঝে সবার উপর থেকেই ২০২২ সালকে বিদায় বলেছেন তিনি।

অন্যদিকে, অজি অধিনায়ক প্যাট কামিন্স তো লম্বা সময় ধরেই ধরে রেখেছেন বোলারদের শীর্ষ স্থান; নতুন বছরের শুরুটাও সেখান থেকে করেছেন এই পেসার। দীর্ঘতম এই সংস্করণে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এক নম্বরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ইনজুরির কারণে আপাতত দলের বাইরে থাকলেও প্রায় পুরো বছর জুড়েই ব্যাটে-বলে দাপট দেখিয়েছিলেন তিনি।

  • ওয়ানডে

তাসমান সাগর পাড়ের আরেক দেশ নিউজিল্যান্ড ধরে রেখেছে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে বছর শেষ করেছে কেন উইলিয়ামসনের দল। পঞ্চাশ ওভারের খেলায় সেরা অলরাউন্ডারের তালিকায় অবধারিতভাবেই সবার উপরের নামটি সাকিব আল হাসানের।

অন্য অলরাউন্ডারদের সাথে সাকিবের ব্যবধানও ঈর্ষণীয়। নিজের ক্রিকেট ক্যারিয়ারের অধিকাংশ বছরই অবশ্য শীর্ষে থেকে শেষ করেছিলেন এই বাংলাদেশি। দলীয় র‌্যাংকিংয়ে পঞ্চম হলেও পাকিস্তানের দুই তারকা এই ফরম্যাটে সেরা ব্যাটসম্যান হিসেবে পা রেখেছেন ২০২৩-এ।

অধিনায়ক বাবর আজম রয়েছেন এক নম্বরে আর তাঁর পরেই আছেন ইমাম উল হক। অন্যদিকে, বোলারদের মাঝে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টসের মালিক কিউই ট্রেন্ট বোল্ট। ৭৫২ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকেই ২০২২-কে বিদায় দিয়েছেন তিনি।

  • টি-টোয়েন্টি

টেস্ট ফরম্যাটে না পারলেও ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ঠিকই নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এখানেও অবশ্য ইংলিশরা পিছিয়ে আছে সামান্য ব্যবধানে। বর্তমানে ভারতীয় তারকা সুরিয়াকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটার; অভিষেকের পর থেকে যেভাবে দ্যুতি ছড়াচ্ছেন সুরিয়া তাতে তিনি নাম্বার ওয়ান না হলে অবাকই হতে হত।

ওয়ানডের মত এখানেও সেরা অলরাউন্ডার বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান। ব্যাটে আগের মত ধার না থাকলেও এখনো আন্তর্জাতিক মঞ্চে সেরাদের একজন এই বাঁ-হাতি  আইসিসির র‍্যাংকিং অন্তত এমন কথাই বলে। টি-টোয়েন্টিতে সেরা বোলারদের তালিকায় অবশ্য চমক আছে কিছুটা; বিশ্বের আনাচে-কানাচে মাতিয়ে বেড়ানো রশিদ খান নয় বরং লঙ্কান সেনসেশন ওয়ানিন্দু হাসারাঙ্গা এক নম্বর হিসেবে শুরু করেছেন নতুন বছর।

কথায় আছে, বছরের শুরু যেভাবে হয় সেভাবেই নাকি কাটে বাকি দিন। তাই তো এখন দেখার বিষয় শীর্ষ স্থানে এসব ক্রিকেটাররা বছরের শেষপর্যন্ত নিজেদের দাপট অব্যাহত রাখতে পারেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link