More

Social Media

Light
Dark

আইপিএল নিলামের ‘দামে কম, মানে ভাল’

আইপিএলের নিলামে সবার নজর থাকে বড় অংকে বিক্রিত তারকাদের দিকেই। কিন্তু কিছু ক্রিকেটার থাকেন যারা কিনা কম দাম পেলেও মাঠের পারফরম্যান্সে জানান দিয়ে যান নিজের সামর্থ্যের। আসুন দেখে নেয়া যাক, এবারের আইপিএল নিলামের ‘দামে কম, মানে ভাল’ ক্রিকেটারদের।

  • ফিল সল্ট- দিল্লি ক্যাপিটালস

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে থেকেই ফ্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ ফিল সল্ট। জাতীয় দলেও মন্দ করছেন না। ১৩ টি  টি-টোয়েন্টি খেলার পর তাঁর স্ট্রাইক রেট চোখ কপালে তোলবার মতোই, ১৬১.১৮! ইনিংসের শুরুতে নেমে ঝড়ো শুরু এনে দিতে তাঁর জুড়ি মেলা ভার।

ads

পাশাপাশি প্রয়োজনের সময়ে উইকেটের পেছনেও দাঁড়ানোর অভিজ্ঞতা আছে তাঁর। সব মিলিয়ে তাই ফ্যাঞ্চাইজি দলগুলোর কাছে ফিল সল্ট আকর্ষণীয় এক নাম। আইপিএলের অকশনে তাই দিল্লি ক্যাপিটালস ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে ফিল সল্টকে দলে পেয়ে নিজেকে ভাগ্যবানই ভাবতে পারে। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রাইলি রুশোদের ছাপিয়ে তাই দিল্লির একাদশে সল্টকে দেখলে অবাক হবেন না মোটেই।

  • সাকিব আল হাসান- কলকাতা নাইট রাইডার্স

সাম্প্রতিক সময়ে সাদা বলের ফর্মটা ভালো না গেলেও সাকিব আল হাসান নিজের দিনে ম্যাচের চিত্রনাট্য বদলে দিতে সক্ষম। আইপিএলের নিলামে শুরুতে অবিক্রীত থাকলেও পরবর্তীতে দেড় কোটি রুপি ভিত্তিমূল্যে তাঁকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।


বল হাতে সাকিব অতুলনীয়। পাশাপাশি ব্যাট হাতেও দলের অ্যাংকের ভূমিকা রাখতে জানেন তিনি। স্ট্রাইক রেটটা সাকিব সুলভ না হলেও, ব্যাট হাতে দলের একপ্রান্ত আগলে খেলতে জানেন। সুনীল নারাইন এবং বরুন চক্রবর্তীর সাথে সাকিবকে মিলিয়ে আইপিএলের সেরা স্পিন আক্রমণ এবার কলকাতারই।

  • সিকান্দার রাজা- পাঞ্জাব কিংস

সাম্প্রতিক ফর্মের বিচারে এ বছরের সেরা অলরাউন্ডার ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। কার্যকরী অফস্পিনের পাশাপাশি মারকুটে ব্যাটিং করতে জানেন এই জিম্বাবুইয়ান। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস।


মাঝের ওভারগুলোতে রাজার ব্যাটিং এবং বোলিং দুটোই ভীষণ কার্যকরী। ক্যারিয়ারের শুরুর দিকে বোলিংয়ে ভালো করতে না পারলেও বিগত বছরগুলোতে আমূল পরিবর্তন এনেছে। এছাড়া তাঁর মিডল অর্ডারে তাঁর মারকুটে ব্যাটিংয়ের সুখ্যাতি তো বিশ্বজুড়েই। পাঞ্জাব কিংসের টিম কম্বিনেশন ঠিক থাকলে তাই রাজার একাদশে থাকাটা এক প্রকার নিশ্চিত।

  • ওডেন স্মিথ- গুজরাট টাইটান্স

এবারের আইপিএলে মাত্র ৫০ লাখ রুপিতে ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গত বছর তাঁকে বড় অংকের বিনিময়ে দলে টেনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু দামের প্রতি সুবিচার করতে না পারায় এবারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় দলটি।

সেই সুযোগটাই কাজে লাগিয়েছে গুজরাট। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার নিজের দিনে একাই ম্যাচের ফলাফল বদলে দিতে জানেন। বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটার স্মিথ নিয়মিত ১৪০ কিমিতে বল করতে জানেন। গতবারের দুঃসহ স্মৃতি ভুলে যেতে এবার মরিয়া হয়ে থাকবেন ওডেন  স্মিথ।

  • আকিল হোসেন- সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএল নিলামের একদম শেষ দিকে ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার আকিল হোসেনকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বছর জুড়েই দারুণ পারফর্ম করা এই অলরাউন্ডার ফ্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ। ২০২২ সালে ৩২ ম্যাচ খেলে মাত্র ৭ ইকোনমিতে ২৫ উইকেট সংগ্রহ করেছেন আকিল।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ বলের ৪৪ রানের ইনিংস খেলে জানান দিয়েছেন ব্যাট হাতেও কম যান না! ওয়াশিংটন সুন্দরের সাথে জুটি বাঁধার জন্য একজন স্পিনারের দরকার ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। ভিত্তিমূল্য এক কোটি রুপিতে আকিলকে দলে টেনে সেই অভাবই পূরণ করেছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link