More

Social Media

Light
Dark

সুদিনের বাতাসে লিটন-মিরাজ

আনুষ্ঠানিকভাবে ২০২২ সাল শেষ হতে আরও কয়েকটি দিন বাকি আছে। তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতোমধ্যেই শেষ হয়েছে এবছর। আন্তর্জাতিক সূচীতে ভারতের বিপক্ষে খেলা ঢাকা টেস্ট দিয়েই শেষ হয়েছে এবারের পঞ্জিকা বর্ষ। বছরের শেষ কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার ঝাঁপিয়ে পড়বেন ক্রিকেটাররা।

ওদিকে এই বছরটা দেশের ক্রিকেটে কেটেছে ভাল মন্দ মিলিয়েই। বছরের শুরুতেই ঐতিহাসিক এক টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টের সেই সুখস্মৃতি অবশ্য বাংলাদেশ পরের সময়টায় ধরে রাখতে পারেনি। তবে বরাবরের মত এবারো ওয়ানডে ফরম্যাটে আছে দারুণ কিছু সাফল্য। তারমধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় অন্যতম।

আর টি-টোয়েন্টি ফরম্যাটে এবছরও ভালোভাবেই ধুঁকেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মত আসরগুলোতে ব্যর্থতাই ছিল বাংলাদেশের সঙ্গী। সব মিলিয়ে ২০২২ সালে বাংলাদেশের ক্রিকেট ভাল-মন্দ দুটোই দেখেছে। তবে এই বছর শুধু সুখের সময়ই কাটিয়েছেন বাংলাদেশের দুজন ক্রিকেটার। যাদের একজন এই বছর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। আরেকজন নিয়েছেন সবচেয়ে বেশি উইকেট।

ads

বাংলাদেশের হয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান কে করেছেন তা বুঝতে পারা কঠিন কোন কাজ নয়। এবছর বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই রানের পর রান করে গিয়েছেন লিটন দাস। টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই লিটন ছিলেন অনবদ্য।

এই পঞ্জিকাবর্ষে লিটন বাংলাদেশের হয়ে করেছেন প্রায় দুই হাজার রান। বাংলাদেশের হয়ে ৪২ ম্যাচ খেলে করেছেন ১৯২১ রান। রান করেছেন ৪০ এর বেশি গড়ে। এছাড়া এ বছর তাঁর ঝুলিতে আছে তিনটি সেঞ্চুরি ও তেরোটি হাফ সেঞ্চুরি। ব্যাটিং করেছেন ৪০ এর বেশি গড় নিয়ে। ওদিকে এবছর বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করা সাকিব আল হাসান লিটনের চাইতে ৯২২ রানে পিছিয়ে।

এছাড়া লিটনের এই ১৯২১ রান শুধু এ বছরই নয়। এটা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের ইতিহাসেরই সর্বোচ্চ রান। এর আগে ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৬৫৭ রান করেছিলেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও এ বছর লিটনের চেয়ে বেশি রান করতে পেরেছেন শুধু বাবর আজমই।

আর বল হাতে এ বছর বাংলাদেশের সেরা পারফর্মার মেহেদী হাসান মিরাজ। শুধু বল হাতে বললে ভুল হবে, ব্যাট-বল দুই ডিপার্টমেন্টেই এবার নিজেকে নতুন করে প্রমাণ করেছেন মিরাজ। বল হাতে মিরাজের কার্যকারিতা সবারই জানা ছিল। আর এ বছর সেটা নতুন করে প্রমাণ করলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়ে।

এবছর তিন ফরম্যাট মিলিয়ে মিরাজের ঝুলিতে আছে ৫৯ উইকেট। এরমধ্যে টেস্ট ক্রিকেটে ৩১ টি ও ওয়ানডে ফরম্যাটে আছে ২৪ উইকেট। ফলে এ বছর তিনিই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি।

ওদিকে ব্যাট হাতেও এবার দারুণ সময় কাটিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তো সেঞ্চুরি করেই দলকে জেতালেন। ওয়ানডে ফরম্যাটে এ বছর ৯ ইনিংসে ব্যাট করে ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। ব্যাট হাতে করেছেন একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিও।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link