More

Social Media

Light
Dark

বিশ্বকাপের সেরা গোল

বিশ্বকাপে ব্রাজিল আটকে গেছে কোয়ার্টার ফাইনালে। হেরে গেছে ক্রোয়েশিয়ার কাছে। তবে, তাঁদের সুন্দর ফুটবল ছিল আলোচিত। এবার তাঁর পুরস্কারও মিলল। ফিফা নির্বাচিত বিশ্বকাপের সেরা গোলটাই যে এসেছে ব্রাজিলের রিচার্লিসনের পা থেকে।

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসনের ‘সিজার কিক’ এবারের আসরের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

দর্শকদের ভোটে বিশ্বকাপের সেরা গোল নির্বাচনের চল শুরু হয় ২০০৬ সাল থেকে। আগের চারটি আসরে সেরা গোলের সম্মাননা পান যথাক্রমে ম্যাক্সি রদ্রিগেজ, ডিয়েগো ফোরলান, হামেস রদ্রিগেজ ও বেঞ্জামিন পাভার্ড।

ads

পাঁচবারের চ্যাম্পিয়নদের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোলই করেছিলেন রিচার্লিসন। এর মধ্যে ৭৩ মিনিটে দ্বিতীয়টি হয়েছে অসধারণ ভঙ্গিমার সিজার কিকের সাহায্যে। ২৫ বছর বয়সী রিচার্লিসন প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারে খেলেন। ৬২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট রুখে দেন সার্বিয়ান গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ। কিন্তু ফিরতি বল জালে পাঠয়ে ডেড লক ভাঙেন রিচার্লিসন।

এবারই প্রথম বিশ্বকাপের খেলার সুযোগ পেলেন রিচার্লিসন। ডেডলক ভাঙার ১১ মিনিট পর তিনি ব্যবধান দ্বিগুন করেছেন। বামদিক থেকে ভিনিসিয়াসের বক্সের ভিতর বাড়ানো পাসে বাম পা দিয়ে রিসিভ করে ঘুড়ে গিয়ে ডান পা দিয়ে জোড়ালো ভলিতে বল জালে জড়ান রিচার্লিসন।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে ৪-২ গোলে পরাজিত হয়ে বিদায় নেয় সেলেসাওরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।

ব্রাজিল ছিটকে গেলেও বিশ্বকাপের শিরোপা উঠেছে লাতিন আমেরিকার আরেক শক্তি আর্জেন্টিনার হাতে। ৩৬ বছরের শিরোপা আক্ষেপ ঘুচিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। কিন্তু, বিশ্বকাপ জিতলেও ব্রাজিলকে টপকে জেতে পারেনি আর্জেন্টিনা। এখনও র‌্যাংকিংয়ের এক নম্বরেই আছে ব্রাজিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link