More

Social Media

Light
Dark

ব্রাভোর নাচ আর দেখা যাবে না আইপিএলে

এক বর্নাঢ্য আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন চেন্নাই সুপার কিংস কিংবদন্তী ডোয়াইন ব্রাভো। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী এই অলরাউন্ডার খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও নিজের ঘরেই থাকছেন। আসন্ন মৌসুমে চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্বে থাকছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।

নতুন ভূমিকায় দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্রাভো। শুক্রবার চেন্নাই সুপার কিংসের দেওয়া এক বিবৃতির মাধ্যনে ডোয়াইন ব্রাভো বলেন, ‘আমি এই নতুন যাত্রা শুরু করতে মুখিয়ে আছি। কারণ এটা এমন কিছু যা আমি খেলোয়াড়ি জীবনের শেষে করতে চেয়েছিলাম। আমি বোলারদের সঙ্গে কাজ করতে পছন্দ করি।‌ এই ভূমিকা পেয়ে আমি উচ্ছ্বসিত। আমার মনে হয়না আমার বেশি মানিয়ে নিতে হবে।’

‘যখন আমি খেলি তখন আমি বোলারদের পরিকল্পনা ও আইডিয়া দিই ব্যাটারদের চেয়ে এগিয়ে থাকতে। তবে এখন একটাই পরিবর্তন আসবে যে আমি মিড অন বা মিড অফে দাঁড়িয়ে থাকব না! কখনো ভাবতে পারিনি আমি আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হব। তবে আমি খুশি যে আমি আইপিএল ইতিহাসের অংশ।’

ads

আগের আসরে চেন্নাই সুপার কিংস এর বোলিং কোচ ছিলেন লক্ষিপতি বালাজি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন আইপিএল থেকে বিরতি নিয়েছেন এই সাবেক ভারতীয় পেসার। বালাজির চেয়ারেই এবার বসছেন ব্রাভো।

২০০৮ সালের প্রথম আইপিএল থেকেই আসরের নিয়মিত মুখ ব্রাভো। প্রথম আইপিলে তিনি মাঠ মাতান মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে।২০১১ এর নিলামে তাকে দলে ভেরায় চেন্নাই। সেই থেকে চেন্নাই এর ঘরের ছেলে ব্রাভো। ২০১৭ সালে খেলতে পারেননি ডোয়াইন ব্রাভো। ইনজুরির কারণে সেবার মাঠের বাইরে থাকতে হয়েছিল তার। ২০১৬ ও ২০১৭ তে চেন্নাই সুপার কিংস যখন সাসপেন্ডেড ছিল তখন তিনি গুজরাট লায়ন্সে যুক্ত হন। ২০১৮ সালে আবার তাকে দলে ভেড়ায় চেন্নাই।

আইপিএল ইতিহাসের সর্বোচভ ১৮৩ উইকেট আছে তার ঝুলিত। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী লাসিথ মালিঙ্গার চেয়ে ১৩ উইকেট বেশি তার। এখনো খেলছেন এমন বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল তার সবচেয়ে কাছে। ১৬৬ উইকেট চাহালের। ১৬১ ম্যাচে ৮.৩৮ ইকোনমিতে ১৮৩ উইকেট নিয়েছেন তিনি, ম্যাচে তার সেরা বোলিং ফিগার ২২ রান খরচে ৪ উইকেট। ব্যাট হাতে ১২৯.৫৭ স্ট্রাইক রেটে ১৫৬০ রান করেছেন তিনি।

১৬১ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ১৪৪ ম্যাচেই ব্রাভো খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। নিয়েছেন ১৬৮ উইকেট, রান করেছেন ১৫৫৬। চেন্নাইয়ের হয়ে ৩ টি আইপিএল শিরোপা আছে তার।এছাড়াও ২০১৪ সালে চেন্নাইয়ের জার্সিতে চ্যাম্পিয়নস লীগ টি-টোয়েন্টির শিরোপা জেতেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই কিংবদন্তি।উইকেট শিকারের পর তার অভিনব সব উৎযাপন আর নাচ নিঃসন্দেহে মিস করবে আইপিএলের দর্শকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link