More

Social Media

Light
Dark

লেওয়ানডস্কির পেনাল্টি মিস, ওচোয়ার বীরত্ব

বিশ্বকাপে কখনোই গোলের স্বাদ পাননি রবার্ট লেওয়ানডস্কি। কাতার বিশ্বকাপে এসে এবার সেই শূণ্যতা কাটানোর সুযোগ এসেছিল মেক্সিকোর বিপক্ষেই। ম্যাচের ৫৮ মিনিটে মেক্সিকোর ডিফেন্ডার মোরেনো ডি-বক্সের ভিতর লেওয়ানডস্কিকে ফাউল করে বসেন। আর এতেই পেনাল্টির সংকেত দেন রেফারি। এর মধ্য দিয়ে বিশ্বকাপের প্রথম গোল করার দ্বারপ্রান্তে দাড়িয়ে যান পোলিশ এ স্ট্রাইকার।

কিন্তু বিধিবাম! মেক্সিকোর গোলবার সামলান গিলের্মো ওচোয়া। যাকে মেক্সিকোর প্রাচীর বললেও খুব একটা ভুল বলা হয় না। লেওয়ানডস্কি ধরা পড়লেন সেই ওচোয়ার হাতেই। বিশ্বকাপে নিজের প্রথম গোল থেকে বঞ্চিত হলেন।

একই সাথে, কাতার বিশ্বকাপে প্রথম পেনাল্টি মিস করা ফুটবলার হিসেবে নিজেকে জড়িয়ে ফেলেন লেওয়ানডস্কি। আর পেনাল্টি মিসের দিনে মেক্সিকো-পোল্যান্ড ম্যাচও শেষ হয়েছে স্কোরলাইন গোলশূন্য থেকে।

ads

গোলশূন্য ড্রয়ের স্কোরলাইন নব্বই মিনিটের ফুটবলে সামগ্রিক দৃশ্যায়ন তুলে ধরে না। মেক্সিকো-পোল্যান্ড ম্যাচকে সাদা চোখে তাই সমানে সমান লড়াই বলেই চালিয়ে দেওয়া যায়। তবে ম্যাচ শেষে দু’দল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল মেক্সিকো। ম্যাচের শুরু থেকেই লোজানো আর ভেগার আক্রমণে গোলবারে বেশ ভালই পরীক্ষায় পড়তে হয়েছে পোলিশ ডিফেন্ডারদের।

মেক্সিকো মাঠে স্পষ্ট ব্যবধানে কিভাবে আধিপত্য বিস্তার করেছে তা বুঝা যায় দুই দলের অন টার্গেটে শটের দিকে। মেক্সিকো যেখানে অন টার্গেটে তিনটি শট মেরেছে, সেখানে পোলিশ স্ট্রাইকররা মেক্সিকোর গোলবার মুখোমুখি শট নিয়েছে মাত্র একটি।

আবার সব মিলিয়ে শটের দিক দিয়েও এগিয়ে মেক্সিকো। পুরো ম্যাচে তাদের শট যেখানে ১০ টি, সেখানে পোলিশদের শট ছিল মাত্র ৪ টি। তবে কোনো দলই তাদের লক্ষ্যভেদ করতে পারেনি। অ্যাটাক, কাউন্টার অ্যাটাকে ম্যাচের উত্তেজনাই শুধু বাড়িয়েছে আর কি।

গ্রুপ সি এর লড়াইয়ে প্রথম ম্যাচ শেষে এখন জয়ের দেখা পেয়েছে শুধু ঐ সৌদি আরবই। লেওয়ানডস্কির পেনাল্টি মিস না হলে অবশ্য জয়ীদের তালিকায় নাম লেখাতে পারতো পোল্যান্ড। দিনশেষে সেটি হয়নি।

তাই, বিশ্বকাপে গ্রুপ ‘সি’-এর লড়াই কিছুটা জমেই উঠেছে বলা যায়। মেক্সিকোর পরে ম্যাচ সৌদি আরবের কাছে হেছে ব্যাকফুটে থাকা আর্জেন্টিনার সাথে। আর পোল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে জিতে ইতিহাস সৃষ্টি করা সৌদি আরব।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link