More

Social Media

Light
Dark

বাংলাদেশ সফরে পূর্ণশক্তির ভারতীয় দল: ফিরলেন জাদেজা

ইনজুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না রবীন্দ্র জাদেজার। নি:সন্দেহে বিশ্বকাপের মঞ্চে জাদেজার অভিজ্ঞতা ও দক্ষতা মিস করছে ভারত। তবে, অপেক্ষার প্রহর শেষ হতে চলল। চলতি বছরের শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই অলরাউন্ডার।

আসছে ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। সেখানে অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টেস্ট সিরিজ। সেই সফরে দুই ফরম্যাটের দলেই আছেন জাদেজা। সফরে দুই ফরম্যাটেরই অধিনায়ক রোহিত শর্মা। মোটামুটি পূর্ণশক্তির ভারতীয় দলই বাংলাদেশে পাঠাচ্ছে ভারত।

ads

সেই সফরের জন্য ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেই সিরিজকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে। একমাত্র হার্দিক পান্ডিয়া বাদে শীর্ষ পর্যায়ের সব ভারতীয় তারকাই খেলবেন এই সিরিজে।

আসছে ডিসেম্বরের ৪, ৭ ও ১০ তারিখ মিরপুুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। এরপর ১৪ ডিসেম্বর থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। এরপর ২২ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ঢাকায়।

  • বাংলাদেশ সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষাভ পান্ত (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।
  • বাংলাদেশ সফরে ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষাভ পান্ত (উইকেটরক্ষক), শ্রীকার ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link