More

Social Media

Light
Dark

পাকিস্তানের হার্দিক পান্ডিয়া

বাবর আজমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শিরোপা জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে। তবে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে সমর্থকদের খলনায়কে পরিণত হয়েছেন তারা। 

নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের ১৩১ রান তাড়া করতে নেমে ১ রানে হেরে যায় পাকিস্তান। তারপরই সাবেক ক্রিকেটার, বিশ্লেষক, সমর্থক সকল মহলে শুরু হয় সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকেরা অধিনায়ক বাবর আজম ও টিম ম্যানেজমেন্ট এর মুণ্ডুপাত করতে থাকেন। এবার সে দলে যোগ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সুনীল গাভাস্কার।

সাবেক ভারতীয় এই ব্যাটিং গ্রেট বলেন, ‘তাদের নির্ধারিত কোনো মিডল অর্ডার নেই। ফখর জামান বিশ্বকাপের আগে তিন অথবা চার নম্বরে ব্যাটিং করতো। এখন সে দলের সাথে থাকলেও একাদশের বাইরে। শান মাসুদ তার জায়গায় খেলছে এবং সে রানও করছে। কিন্তু আমি মনে করি একাদশ নির্বাচনে তাঁদের ভুল রয়েছে।’

ads

সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার আরো যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে আপনার এমন কোনো খেলোয়াড়ের প্রয়োজন যে ব্যাট হাতে ঝড় তুলতে পারে এবং বল হাতে দুই, তিন ওভার পেস বোলিং করতে পারে। ঠিক মোহাম্মদ ওয়াসিমের মতো। সে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বল করেছে, ব্যাট হাতেও দারুণ কিছু শট খেলেছে।’

এসময় মোহাম্মদ ওয়াসিমকে হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার বলে তিনি জানান, ‘মোহাম্মদ ওয়াসিমের দারুণ প্রতিভা রয়েছে। তাদের কাছে তো হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড় রয়েছে। তারা ব্যবহার করছে না। সে যদিও নতুন তবে ব্যাট আর বল হাতে দলকে উদ্ধার করতে পারে সে। তারা তাকে ভারতের বিপক্ষে না খেলিয়ে দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিলো।’

পাকিস্তান আগামী ৩০ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচ তো বটেই সেমিফাইনালে যেতে পাকিস্তানে বাকি সবগুলো ম্যাচই জিততে হবে। তার সাথে তাকিয়ে থাকতে হবে বাকিদের ম্যাচের ফলাফলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link