More

Social Media

Light
Dark

মহারণের অপরাজিত সেনাপতি

ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তির নাম পাকিস্তান ও ভারত। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ সবসময় সারা বিশ্বের ভক্তদের বিনোদন দিয়েছে। দু’টো দলের মুখোমুখি মাঠে নামা মানেই হচ্ছে দু’টো দেশে সময় থমকে যাওয়া।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে দারুণ উত্তেজনাপূর্ণ সম্পর্ক। তারা একে অপরের বিরুদ্ধে নিয়মিত খেলেন না, কিন্তু যখনই তারা বহু-জাতীয় টুর্নামেন্টে মিলিত হয়, সমগ্র ক্রিকেট বিশ্ব থমকে যায় বাইশ গজের পাক-ভারত যুদ্ধ প্রত্যক্ষ করার জন্য।

এ বছর দুই দেশের মধ্যে অন্তত দুটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে, একটি এশিয়া কাপের মঞ্চে এবং একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এখন পর্যন্ত ম্যান ইন ব্লু এবং ম্যান ইন গ্রিন একে অপরের বিরুদ্ধে প্রচুর ম্যাচ খেলেছে। আর তাঁদের ম্যাচ মানেই মাঠে দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াই। সেই সাথে গ্যালারিতে দুই দেশের সমর্থকদের রুদ্ধশ্বাস অবস্থান।

ads

ক্রিকেটের দুনিয়ায় তো হরহামেশাই কতোশতো রেকর্ড তৈরি হয়। ভারত বনাম পাকিস্থানের ম্যাচে এমন অনেক রেকর্ড খুঁজলেই পাওয়া যাবে। এমনকি এই দুই দলের কোন কোন অধিনায়ক তো এই অবধি হওয়া ভারত-পাকিস্তান ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড করেছেন। এরকম অপরাজিত অধিনায়কের সংখ্যা মাত্র তিন। অর্থাৎ এই তিন অধিনায়ক যতবারই পাক-ভারত ম্যাচে মাঠে নেমেছেন ততবারই জিতেছেন। সেই তিনজনকে নিয়েই আমাদের এবারের আয়োজন।

  • বাবর আজম

পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম এখন পর্যন্ত মেন ইন ব্লুদের বিপক্ষে মাত্র একটি ম্যাচে তার দেশকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচটি গত বছর সংযুক্ত আরব আমিরাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে হয়েছিল। যেখানে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে তাদের প্রথম জয় লাভ করেছিল।

বাবর চাইলে রেকর্ডটা বাড়িয়ে নিতে পারবেন খুব শিঘ্রই। বা উল্টোটাও হতে পারে। হয়তো বাবর তালিকা থেকে ছিটকে যাবেন। আসছে ২৮ শে আগস্ট দুই দেশ এশিয়া কাপের মঞ্চে আবার মুখোমুখি হতে যাচ্ছে। এবার পাকিস্তান ক্রিকেটের বাদশাহ বাবর কি ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড বজায় রাখতে পারবে কিনা তা দেখতে উন্মুখ হয়ে রইবে ক্রিকেট বিশ্ব।

  • রোহিত শর্মা

বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত অধিনায়ক। তিনি পাকিস্তানের বিরুদ্ধে দুটি ওয়ানডেতে ভারতের অধিনায়কত্ব করেছেন, উভয়টিতেই জয়ের দেখা পেয়েছেন। আসছে ২৮ আগস্ট পাকিস্তান ও ভারত যখন মুখোমুখি হবে তখন বাবর আজম বা রোহিত শর্মা -কে অপরাজিত রেকর্ডটি ধরে থাকবেন আর কে বা হারাবেন তা সময়ের অপেক্ষা মাত্র।

  • সেলিম মালিক

সাবেক পাকিস্তানি অধিনায়ক সেলিম মালিক ১৯৯৪ সালে ভারতের বিরুদ্ধে দুটি ওয়ানডেতে তার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং দুটি ম্যাচেই পাকিস্তান জিতেছিল। তাই অপরাজিত পাকিস্তানি অধিনায়ক হিসেবে এই তালিকায় তাঁর নাম এসেছে।

এমনকি পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইউনুস খানেরও অধিনায়ক হিসেবে ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে। কিন্তু টেস্টে তার জয়ের শতাংশ ৫০-এর কম। যার কারণে এই তালিকায় তাঁকে জায়গা দেয়া যাচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link