More

Social Media

Light
Dark

নিষ্প্রভ হওয়া আগ্রাসন

আমস্টেলভিনের ভিআরএ ক্রিকেট স্টেডিয়ামে চার-ছক্কার ফুলঝুরিতে রানের ফোয়ারা বাটলার-মালানদের ব্যাটে। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজটা দাপটে দেখিয়ে জয় তুলে নিয়েছে শক্তিশালী ইংলিশরা। বাটলারের তাণ্ডব আর লিভিংস্টোন, ডেভিড মালান, ফিলিপ সল্টদের ব্যাটে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজেদের দখলে নিয়েছে ইংল্যান্ড।

অবশ্য এই রেকর্ডটা আগ থেকেই ছিল ইংলিশদের নামে। এবার মাত্র ২ রানের জন্য ছোঁয়া হয়নি পাঁচশোর অনন্য মাইলফলক! দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করায় অবশ্য রক্ষে পেয়েছে ডাচরা। তবে ব্যাট হাতে ঠিক দাপট দেখিয়ে জিতে নিয়েছে রয়-সল্টরা।

ছক্কাবৃষ্টি আর রান ফোয়ারার সিরিজে খর্বশক্তির ডাচদের বিপক্ষে ধ্বংসযজ্ঞ চালান ইংলিশ ব্যাটাররা। দলের বাকিরা যেখানে দেখিয়েছেন দাপট, সেখানে ব্যাট হাতে দুই ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স অধিনায়ক ইয়ন মরগ্যানের। চেনা কন্ডিশনে খর্বশক্তির ডাচদের বিপক্ষে দুই ম্যাচে রানের দেখাই পাননি ইংলিশ অধিনায়ক। দলীয় অর্জনে জয় যুক্ত হলেও মরগ্যানের ব্যক্তিগত অর্জনের খাতায় কালির ছিটেফোঁটাও নেই।

ads

প্রথম ওয়ানডেতে সোনালি হাঁসে নাম লেখানোর পর দ্বিতীয় ওয়ানডেতেও ফিরেছেন শূন্য রানে। ব্যাট হাতে সময়টা মোটেও ভাল যাচ্ছে না এই ইংলিশ তারকার। বছর খানেক ধরেই ব্যাট হাতে নিষ্প্রভ মরগ্যান। অবশ্য দলের জয়ে মরগ্যানের দুর্দশার চিত্রটা ভাটা পড়ছে নিয়মিতই।

চলতি বছর খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি রঙিন পোশাকে। তবে রঙিন পোশাকে মরগ্যান ব্যর্থতার খাতা ভারী হচ্ছে গেল এক বছর ধরে। টি-টোয়েন্টিতে সবশেষ ফিফটি দেখা পেয়েছিলেন ২০২০ সালে পাকিস্তান সিরিজে। এরপরের ১৮ ইনিংসে নেই কোনো পঞ্চাশোর্ধ ইনিংস। স্ট্রাইক রেট, গড় সব দিক থেকেই বেশ বাজে অবস্থানে এই ইংলিশ তারকা। গেল এক বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে মরগ্যানের ব্যাটিং গড়টা পনেরোর নিচে, স্ট্রাইক রেট ১১০-১২০ এর মাঝামাঝিতে।

একই চিত্র ওয়ানডেতেও। সবশেষ ৮ ওয়ানডেতে মরগ্যানের ব্যাটে দেখা মিলেছে মাত্র এক ফিফটির। শ্রীলঙ্কার বিপক্ষে ৭৫ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে পরিসংখ্যানটা হতশ্রী। চলতি বছর দুই টি-টোয়েন্টি খেললেও নেদারল্যান্ডস সিরিজ দিয়ে ওয়ানডের যাত্রা শুরু। আর প্রথম দুই ম্যাচেই ডাকের খাতায় নাম তুলেছেন এই ইংলিশ অধিনায়ক।

আইপিএলের পঞ্চদশ আসরের মেগা নিলামেও দল পাননি তিনি। গেল দুই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তিনি চরম ব্যর্থ। গেল আসরে তো ব্যাট হাতে রানের দেখা পেতে তো রীতিমতো ব্যাট হাতে যুদ্ধ করতে হয়েছে। ২০২১ আইপিএলে ১৭ ম্যাচে মাত্র ১১ গড়ে করেন ১৩৩ রান।

প্রায় লম্বা সময় ধরে কোনো ফরম্যাটেই ফর্মে নেই মরগ্যান। সাদা পোশাকে এমনিতেই তিনি পরিকল্পনার বাইরে। রঙিন পোশাকে অনেকটা লম্বা সময় ধরে হাসছে না তাঁর ব্যাট। বেন স্টোকসের হাতে টেস্ট অধিনায়কের গুরুদায়িত্ব।

নিষ্প্রভতার বদ্ধজালে থাকা মরগ্যানের মাথায় অধিনায়কের টুপিটা থাকবে কি-না সে নিয়ে অনেকেই শঙ্কাও প্রকাশ করছেন। তবে সেই শঙ্কা আপাতত নেই বললেই চলে। ২০১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়কেই নিশ্চই আস্থা রাখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

মরগ্যানসুলভ আগ্রাসী ব্যাটিংয়ের দেখা নেই লম্বা সময়। ক্যারিয়ারে খারাপ সময় পার করছেন তিনি। সবার ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। খারাপ সময়টা কাটিয়ে ফিরে আসে অনেকেই। মরগ্যানের সামর্থ্য নিয়ে কারো প্রশ্ন নেই, অধিনায়ক মরগ্যানের দিকেও আঙুল তোলার কারণ নেই।

ব্যাটার মরগ্যানকে ফিরে পেতে মরিয়া সমর্থক সহ সতীর্থরাও। কালো মেঘ সরিয়ে সূর্য আবার হাসবে এমনটাই প্রত্যাশা মরগ্যান ভক্ত-সমর্থকদের। আবার হয়ত দেখা যাবে মরগ্যান ঝড়, হয়ত দেখা মিলবে দাপুটে এক প্রত্যাবর্তনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link