More

Social Media

Light
Dark

অলস দিনে এক ঝলক সাকিব

টেস্টের তৃতীয় দিনেও মিরপুরে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। মিরপুরের উইকেট বিবেচনায় যা এক বিরল ঘটনাই। প্রথম দুইদিন ব্যাটসম্যানদের দাপটের পর ভাবা হচ্ছিল তৃতীয় দিনে উইকেট থেকে খানিকটা সুবিধা পাবে স্পিনাররা। তবে আজ দিনের খেলা শেষেও ঢাকা টেস্টের ভাগ্য যেন ঝুলেই আছে।

আজ দিনের খেলায় সবচেয়ে বড় রোলটা আসলে প্লে করেছে বৃষ্টি। প্রথম সেশনের খেলা শেষ হতে না হতে মিরপুরে শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টিতে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল খেলা। এরপর বিকাল চারটায় আবার মাঠে নামে দুই দল।

বৃষ্টির অলসতা যেন ছুঁয়ে দিয়েছিল মাঠের ক্রিকেটকেও। আজ সারাদিনেও ম্যাচে নেই তেমন কোন বিশেষ কোন পারফর্মেন্স। একমাত্র সকালে সাকিব দারুণ একটা ডেলিভারিতে শ্রীলঙ্কান অধিনায়ক দ্বিমুথ করুনারত্নেকে ফেরালে ম্যাচে খানিকটা প্রাণ এসেছিল।

ads

নিজের বুদ্ধিদীপ্ত বোলিং এর জন্য বরাবরই প্রশংসিত সাকিব আল হাসান। আজও নিজের বুদ্ধির পরিচয় দিয়েছেন এই স্পিনার। বিপদজনক হয়ে উঠা ক্রুনারত্নেকে পরিকল্পনা করেই আউট করেন সাকিন। প্রথম পাঁচ বলে ব্যাটসম্যানকে একটা বৃত্তে আটকে শেষ বলে তুলে নেন উইকেট।

সবমিলিয়ে সাকিব এই ইনিংসে তুলে নিলেন মোট তিন উইকেট। তবে তিন দিন শেষেও দুই দলই এখনো সমানে সমানে লড়াই করছে। ফলে আগামীকাল  দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চতুর্থ দিন সকালে আবার ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে স্পিনাররা সুবিধা না পেলেও আশা করা যায় চতুর্থ দিনে মিরপুরের উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। ফলে আগামীকাল সকালে দ্রুতই শ্রীলঙ্কাকে অল আউট করতে চাইবে বাংলাদেশ দল।

চতুর্থ দিনে শ্রীলঙ্কাকে অল আউট করে বাংলাদেশকে দ্রুত কিছু রান বোর্ডে জমা করতে হবে। কেননা ম্যাচ জিততে হলে পঞ্চম দিন সকালে আবার শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাতে হবে। ফলে কোন দলের জন্যই কাজটা খুব একটা সহজ হবেনা।

এমনকি মিরপুর টেস্টের এখন যে অবস্থা তাতে ম্যাচের কোন ফলাফল না আসার সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলে চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টও ড্র হতে পারে। ওদিকে বৃষ্টির জন্য আজ দিনের অনেকটা সময় নষ্ট হয়েছে। সেটা পুষিয়ে নিতে আগামী ম্যাচের শেষ দুই দিন খেলার সময় ত্রিশ মিনিট করে এগিয়ে নিয়ে আসা হয়েছে। আগামীকাল থেকে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link