More

Social Media

Light
Dark

পাঁচ হাজারী ক্লাবের ফার্স্টবয়

ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটকে বলা হয় একজন ক্রিকেটারদের জন্য আসল পরীক্ষা। টেস্ট ক্রিকেট দিয়েই ক্রিকেটারদের সামর্থ্য যাচাই করা হয়। এই টেস্ট ক্রিকেটে যুগে যুগে বহু কিংবদন্তি ক্রিকেটার এসেছেন। নিজের নামের পাশে যোগ করেছেন হাজার হাজার রান। নিজ নিজ দেশের হয়ে টেস্টে পাঁচ হাজার রান বা তার বেশি সংগ্রহ করেছেন অনেকেই। তবে এদের মধ্যে যারা প্রথম ক্রিকেটার হিসেবে নিজ দেশের হয়ে টেস্টে এই মাইলফলক স্পর্শ করেছেন তারা নি:সন্দেহে বড় কীর্তি গড়েছেন।

  • ইংল্যান্ড – জ্যাক হবস (১৯২৯)

সাদা পোশাকে বিশ-ত্রিশের দশকে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন জ্যাক হবস। টেস্টে ৬১ ম্যাচে ৫৬.৯৪ করেছে ৫৪১০ রান। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন হবস। ২৮ ফিফটির পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ১৫ সেঞ্চুরি।

ads
  • অস্ট্রেলিয়া – ডন ব্র‍্যাডম্যান (১৯৩৮)

সর্বকালের সেরা ক্রিকেটারের নাম আসলে সবার আগে থাকবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র‍্যাডম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৮ হাজার রানের মালিক। টেস্টে ৫২ ম্যাচে করেছেন প্রায় ৭ হাজার রান। আছে ২৯ সেঞ্চুরি ও ১৩ ফিফটি। অবাক করা ব্যাপার হল ব্র‍্যাডম্যানের ব্যাটিং গড় ৯৯.৯৪; টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যাটিংগড়ধারী তিনি। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই তারকা।

  • ওয়েস্ট ইন্ডিজ – গ্যারি সোবার্স (১৯৬৬)

কারো কারো মতে ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। আবার কারো কারো মতে জ্যাক ক্যালিস। ইমপ্যাক্ট বিবেচনায় নিলে তর্কযোগ্যসাপেক্ষে ক্যারিবীয় তারকা সোবার্সই হয়ত এগিয়ে থাকবেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে তিনি ৮ হাজার রানের মালিক। এই ফরম্যাটে প্রায় ৫৮ গড়ে রান করেছেন তিনি। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার।

  • ভারত – সুনীল গাভাস্কার (১৯৭৯)

ভারতের অন্যতম সেরা এক তারকা। টেস্টে ভারতের হয়ে প্রথম পাঁচ ও দশ হাজার রানের মালিক তিনি। পেসারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করতেন। ৫১.১২ গড়ে টেস্টে ১০ হাজারের বেশি রানের মালিক তিনি। আছে ৩৪ সেঞ্চুরি ও ৪৫টি ফিফটি। ১৯৭৯ সালে তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

  • পাকিস্তান – জহির আব্বাস (১৯৮৪)

দৃষ্টনন্দন ব্যাটিংয়ে আলাদা নজর কেড়েছিলেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা তারকা জহির আব্বাস। তার সময়ের সেরাদের একজন ছিলেন এই ব্যাটার। পাকিস্তানের হয়ে টেস্টে প্রথম ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে প্রায় ৪৫ গড়ে আছে ৫ হাজারের বেশি রান। ১৯৮৪ সালে এই কীর্তি গড়েন তিনি।

  • নিউজিল্যান্ড – জন রাইট (১৯৯২)

ওপেনিংয়ে প্রথম টেস্ট খেলতে নেমেই করেন ফিফটি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০০ রানের মালিক হন জন রাইট। দেশটির হয়ে ৮২ টি টেস্ট খেলে তিনি করেছিলেন ৫৩৩৪ রান। ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৮৫ রানের একটি ইনিংসও খেলেছিলেন তিনি। যে কয়টি দেশের বিপক্ষে টেস্ট খেলেছেন – সবার বিপক্ষেই সেঞ্চুরি করেছেন এই নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।

  • শ্রীলঙ্কা – অরবিন্দ ডি সিলভা (১৯৯৮)

শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের নায়ক। ফাইনালে সেঞ্চুরি করে প্রথমবারের মত লঙ্কানদের ডেরায় শিরোপা এনে দিয়েছিলেন অরবিন্দ ডি সিলভা। লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি এই তারকা প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ৯৩ টেস্টে ৬ হাজারের বেশি রান করেছেন এই তারকা।

  • দক্ষিণ আফ্রিকা – গ্যারি কার্স্টেন (২০০১)

নব্বইয়ের দশকে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা তারকা ছিলেন বাঁ-হাতি ব্যাটার গ্যারি কার্স্টেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক এই তারকা। টেস্টে করেছেন ৭ হাজারের বেশি রান। ২০০১ সালে প্রথম প্রোটিয়া ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

  • বাংলাদেশ – মুশফিকুর রহিম (২০২২)

বাংলাদেশ ক্রিকেটে মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে মানা হয় সাদা পোশাকের সবচেয়ে সলিড ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে সেঞ্চুরির মধ্যে দিয়ে টেস্টে প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link