More

Social Media

[ivory-search id="135666" title="Post Search"]
Light
Dark

হিটম্যান টু ক্যাপ্টেন: এক অনন্য মিশ্রন

পূর্ণ মেয়াদে দায়িত্ব পাবার পর তিন ফরম্যাটেই এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে সফলতার ছাপ রেখেছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছেন মেইডেন টেস্ট। পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর রোহিতের নেতৃত্বে এখন পর্যন্ত ৬ টি-টোয়েন্টি, ৩ ওয়ানডে আর ২ টেস্টে জয়ের দেখা পেয়েছে ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর রোহিত বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি আসন্ন খেলাগুলো নিয়ে অ্যানালাইস করতে। আমি সর্বোচ্চ সম্ভাবনা নিয়ে ভাবতে পছন্দ করি এবং সে হিসেবেই সিদ্ধান্ত নেই। আমি সিনিয়রদের কাছ থেকে অনেক সহযোগীতা পেয়েছি। অনেকেই এই পরিস্থিতিগুলো ভালো বুঝে, তারা আমাকে সহযোগীতা করেছে। এরপর আসে আমি এই পরিস্থিতি গুলো কতটা বুঝতে পেরেছি।’

একই সাথে চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানের দল থেকে বাদ পড়ার ব্যাপারেও তিনি জানান এই দু’জনের দলের প্রতি অনেক অবদান আছে। তারা আবার ফিরবে নিজেদের সেরাটা দিয়ে এমনটাই প্রত্যাশা বর্তমান এই ভারতীয় অধিনায়কের। একই সাথে শ্রেয়াস আইয়ারের দুর্দান্ত ইনিংস নিয়ে তিনি বলেন, ‘সে সুযোগ পেয়ে দুর্দান্ত ইনিংস খেলেছে। দলে জায়গা পাঁকা করার জন্য ব্রিলিয়ান্ট ইনিংস উপহার দিয়েছে দলকে।’

ads

৩৪ বছর বয়সী রোহিত এখন চার দলের অধিনায়ক! ভারতের ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এই বয়সে চার দল সামলে নিজের সাবলিল খেলাটা চালিয়ে যেতে পারবেন কিনা এ নিয়েও অনেকেই সংশয় প্রকাশ করেছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ সামনে ব্যস্ত সময় পার করবে ভারতীয় ক্রিকেটাররা। করোনার মাঝে জৈব সুরক্ষা বলয়ে লম্বা সময় থেকে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। রোহিতের পক্ষেও এই সময়ে টানা খেলা চালিয়ে যাওয়াটা মোটেও সহজ হবে না। সেদিক বিবেচনায় অনেকের মতেই কম গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রোহিতকে বিশ্রাম দিয়ে ভবিষ্যত অধিনায়ক হিসেবে ঋষাভ পান্তকে তৈরি করাটা হতে পারে আদর্শ সিদ্ধান্ত।

প্রধান নির্বাচক চেতন শর্মা ইতোমধ্যেই পান্তকে ভবিষ্যত অধিনায়ক হিসেবে দেখছেন। তিনি মনে করেন ভারতের হয়ে ভবিষ্যতে অধিনায়কত্ব করার মতো কয়েকজনকে তৈরি করতে রোহিত সর্বাত্মক চেষ্টা করবেন। একসময় ভারতীয় ক্রিকেটে একাধিক প্রতিভাবান থাকলে এদের মধ্যে অনেকেই উপেক্ষিত থাকতেন।

অবশ্য রোহিত আগেই বলেছিলো পান্ত দলের জন্য পরিপূর্ণ এক প্যাকেজ। এবং পান্তকে ভবিষ্যতের জন্য তৈরি করবেন তিনি। একই সময়ে রোহিত মনে করেন এই দায়িত্ব নেওয়ার সামর্থ্য আছে পান্তের। রোহিত বলেন, ‘আমি স্পষ্টভাবেই ঋষাভকে বলেছি তুমি ডিআরএস নিতে সাহায্য করবে। তুমিই সিদ্ধান্ত দিবে। তুমি সবসময় যে সঠিক সিদ্ধান্ত দিবে এমন না। ঋষাভ উইকেটকিপার হিসেবে সবার চেয়ে ভালো দেখতে পারে। আমি তাকে জিজ্ঞেস করি এটা কতটা টার্ন করেছে, কোথায় টার্নিং করছে, কতটুক উপরে উঠছে?’

তিনি আরো বলেন, ‘সে ফ্র‍্যাঞ্চাইজি অধিনায়ক, তাঁর ভালো আইডিয়া আছে। সাজেশন নেওয়া খারাপ কিছু না। ব্যাটার হিসেবে যেমন ভালো তেমনি গেইমপ্ল্যানও ভালো করতে পারে। আমি মনে করি সে দিন দিন আরও পরিণত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link