More

Social Media

Light
Dark

রবীন্দ্র ‘সব্যসাচী’ জাদেজা

ব্যাটে-বলে দিন দিন যেন আরো পরিণত হয়ে উঠছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই ব্যাট হাতে রেকর্ড গড়ে ১৭৫ রানের ইনিংসের পর বল হাতে দুই ইনিংসে শিকার করেন ৯ উইকেট।

বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ব্যাট হাতে ধীরে ধীরে দলের অন্যতম ভরসা হয়ে উঠছেন এই তারকা। নিজের অলরাউন্ড পারফরম্যান্সে দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকবারই দলকে জিতিয়েছেন তিনি।

জাদেজার টেস্ট ক্যারিয়ারের সেই সেরা পারফরম্যান্সগুলো নিয়েই মূলত এই আলোচনা।

ads
  • ব্যাট হাতে ১৭৫*, ৫-৪১, ৪-৪৬ – প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মোহালি ২০২২

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মোহালিতে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রানের পর বল হাতে দুই ইনিংস মিলিয়ে রবীন্দ্র জাদেজা শিকার করেন ৯ উইকেট। এর মধ্যে দিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক টেস্টে ৯ উইকেট ও ১৫০+ রান করার কীর্তি গড়েন জাদেজা। প্রথম ইনিংসে ৪১ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৪ উইকেট নেন এই অলরাউন্ডার।

  • ব্যাট হাতে ৭০*, ৮৫-২, ১৫২-৫ – প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ২০১৭

২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে জাদেজার অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় পায় ভারত। ব্যাট হাতে জাদেজার ৮৫ বলে ৭০ রানে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬২২ রান সংগ্রহ করে ভারত।

এরপর প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুড়িয়ে যায় মাত্র ১৮৩ রানে! রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেট ছাড়া জাদেজা নেন ২ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে জাদেজার ৫ উইকেট শিকারে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে অসাধারণ এক জয় তুলে নেয় ভারত।

  • ব্যাট হাতে ৬৩, ১-৫৭, ৩-২৪ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ২০১৭

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালায় প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট নেন জাদেজা। প্রথম ইনিংসে যখন ব্যাট করতে নামলেন ভারতের অবস্থা তখন ৬ উইকেটে ২২১। জাদেজার ৬৩ রানের দুর্দান্ত ইনিংসে প্রথম ইনিংসে ৩৩২ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকারে অনবদ্য জয়ে সিরিজ জেতে জিতে নেয় স্বাগতিক ভারত।

  • ৩৮ এবং ৫৫-৩, ৫-২১ – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, মোহালি ২০১৫

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাদেজার সেই অলরাউন্ড পারফরম্যান্স অবশ্যই প্রশংসনীয়। জাদেজার জন্য সেই পারফরম্যান্সটা বিশেষকিছু কারণ দল থেকে বাদ পড়ার পর ওই সিরিজ দিয়েই কামব্যাক করছিলেন তিনি। প্রথম ইনিংসে ভারতের ২০১ রানের পথে ব্যাট হাতে ৩৮ রান করেন জাদেজা।

বল হাতে প্রথম ইনিংসেই মাত্র ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২১ রান দিয়ে শিকার করেন ফাইফর! দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১০৯ রানে গুড়িয়ে দিয়ে জাদেজার বোলিং দাপটে দুর্দান্ত জয় পায় দক্ষিণ আফ্রিকা।

  • ব্যাট হাতে ৪৩ এবং ২-৫০, ৫-৫৮ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দিল্লী, ২০১৩

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচ সেরার পুরষ্কার জেতেন জাদেজা। প্রথম ইনিংসে ৪০ রানে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে সাত নম্বরে নেমে ৪৩ রানের ইনিংস খেলে ভারতকে ২৭২ রানে পৌঁছাতে সাহায্য করেন।

প্রথম ইনিংসে ১০ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে জাদেজার ৫ উইকেট শিকারে দুর্দান্ত জয় পায় ভারত। এই জয়ে ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার পুরষ্কার জেতেন জাদেজা।

  • ব্যাট হাতে ৫১, ৪৮-৭, ১০৬-৩ – প্রতিপক্ষ ইংল্যান্ড – চেন্নাই, ২০১৬

পুনেতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৮৯ রানে গুড়িয়ে যায় ভারত। স্বাগতিকরা তখন সিরিজ হারের শংকায়।

তবে, বল হাতে জাদেজার ৭ উইকেট শিকারে প্রথম ইনিংসে অজিরা মাত্র ১১২ রানে গুড়িয়ে গেলে দাপুটে জয় পায় ভার‍ত। অশ্বিনের ৪১ রানে ৬ উইকেট ছাড়া ওই ম্যাচে জাদেজা শিকার করেন ৩ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link